দিনাজপুরের পার্বতীপুরে সান্তাল মেয়েকে অপহরণের পর পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার-১
সিএইচটিনিউজ.কম ডেস্ক:
দিনাজপুরের পার্বতীপুরে সান্তাল মেয়েকে অপহরন করে পালাক্রমে ধর্ষণ করেছে দুই বখাটে যুবক। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) চন্ডিপুর ইউনিয়নের বারোকোনা ফুলজান পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার রাতে পার্বতীপুর মডেল থানায় মামলা করেছে ধর্ষণের শিকার মেয়েটির পিতা রাম হাসদা।
সোমবার ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।। এঘটনায় পুলিশ গত রোববার রাতে অভিযান চালিয়ে ধর্ষক শফিকুল ইসলাম (২০) কে গ্রেফতার করে। সোমবার দুপুরে তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়।
জানা যায়, ঘটনার দিন পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বারোকোনা ফুলজান পাড়ার রাম হাসদার কন্যা (১৭) বাড়ীতে রান্নার কাজ করছিল। রাত সাড়ে ৭টার দিকে একই ইউনিয়নের কালিকাবাড়ী ডাঙ্গা গ্রামের আজিজুল হকের পুত্র লিজু (২৩) ও নয়াপাড়া গ্রামের ফয়জার রহমানের পুত্র শফিকুল (২০) মেয়েটিকে তার বাড়ী থেকে তুলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এসময় মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম বলেন, ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্য ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তথ্য সূত্র: আলোছায়া ডট কম
———————————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।