দীঘিনালায় গণতান্ত্রিক যুব ফোরামের ২ দশকপূর্তিতে যুব সমাবেশ

0

দীঘিনালা প্রতিনিধি।। খাগড়াছড়ি দীঘিনালায় গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ২ দশকপূর্তি উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার সকাল ৯.৩০টায় “আমরা করবো জয়…” গানটি পরিবেশনের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলন করেন গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলা সভাপতি জ্ঞান প্রসাদ চাকমা। সমাবেশে মূল স্লোগান ছিল “যুব শক্তিই জাতীয় শক্তি. শাসকগোষ্ঠীর ক্রীড়নক হয়ে জাতির ধ্বংসের খেলায় লিপ্ত দুর্বৃত্তদের বরদাস্ত করবো না,পূর্ণস্বায়ত্তশাসনের পতাকা উর্ধ্বে তুলে ধরুন”।

সমাবেশে বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক ছাত্র-যুব-নারী উপস্থিত ছিলেন।

সমাবেশ শুরুতে শহীদ যুবনেতা পঞ্চসেন ত্রিপুরা, সুপ্রিম,পলাশ চাকমাসহ সকল বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে ২ মিনিট নিরবতা পালন করা হয়।

সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলা সভাপতি জ্ঞান প্রসাদ চাকমা’র সভাপতিত্বে ও উপজেলার সাধারণ সম্পাদক সাধন চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপিডিএফ’র দীঘিনালা সংগঠক সজীব চাকমা, হিল উইমেন্স ফেডারেশন উপজেলা সহ-সভাপতি মনিকা চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা সভাপতি অনন্ত চাকমা, দীঘিনালা ইউনিয়নের ১,২, ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য গীতা চাকমা এবং স্বাগত বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সাংগঠনিক সম্পাদক গৌতম চাকমা।

সমাবেশে বক্তরা বলেন, গণতান্ত্রিক যুব ফোরাম প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্রীয় দমন-নিপীড়ন, প্রতিক্রিয়াশীলদের ষড়যন্ত্র উপেক্ষা করে জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য রাজপথে অবিচল রয়েছে। জাতীয় আত্মসম্মানের জন্য কাজ করতে গিয়ে যুব নেতা পঞ্চসেন ত্রিপুরা,কেন্দ্রীয় নেতা সুপ্রিম,পলাশ চাকমারা নিজের জীবন আত্মাহুতি দিয়েছেন। এছাড়াও যুবনেতা জিকো চাকমাসহ বহু নেতাকর্মী মিথ্যা মামলায় কারাগারে অন্তরীণ রয়েছেন।

বক্তারা আরো বলেন, সংবিধানে পঞ্চদশ সংশোধনী মাধ্যমে ২০১১ সালে এদেশের সংখ্যালঘু জাতিসত্তাগুলোর ওপর উগ্রবাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেয়া হয়েছিল। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের মুক্তির সনদ পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলনকে ভেস্তে দিতে শাসকগোষ্ঠী দমন-পীড়ন, খুন-গুম, অপহরণ অব্যাহত রেখেছে। পার্বত্য চট্টগ্রামে ‘অপারেশন উত্তরণ’ নামে সেনাশাসন জারি রাখা হয়েছে। আর অন্যদিকে শাসকগোষ্ঠী সচেতন যুবকদের আন্দোলন সংগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হিরোইন, জুয়ায় আসক্ত করে রাখার ষড়যন্ত্রের মাধ্যমে নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে।

বক্তারা অভিযোগ করে বলেন, রাষ্ট্রের মদদে যুব ফোরামের সাবেক সভাপতি মাইকেল চাকমাকে ২০১৯ সালে ৯ এপ্রিল ঢাকা কাঁচপুর এলাকা থেকে গুম করা হয়েছে। রাষ্ট্র এখনো মাইকেল চাকমা সন্ধান দিতে পারেনি। গত ১৫ মার্চ রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তারা আরো বলেন, যুব ফোরাম বিভিন্ন এলাকায় সামজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, তথা সেনা-সেটলার মদদে ভূমি বেদখল বিরুদ্ধে অগ্রগামী ভূমিকা পালন করছে। শাসকগোষ্ঠীর দমন-পীড়ন,তথাকথিত উন্নয়ন নামে ভূমি বেদখল,জাতীয় সংকটময় পরিস্থিতিতে ছাত্র-যুব-নারী সমাজকে পূর্ণস্বায়ত্তশাসনের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতসহ তথাকথিত রাষ্ট্রীয় সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।

সমাবেশে ‘আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চাই’, ‘সরকারের দালাল-প্রতিক্রিয়াশীল-সেনা স্পাইদের বরদাস্ত করবো না’, ‘রাষ্ট্রীয় ষড়যন্ত্র ফাঁদ থেকে বেরিয়ে আসুন, জাতীয় ঐক্য গড়ে তুলুন’ ‘বিচারহীনতা সংস্কৃতি বিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘পার্বত্য চট্টগ্রাম থেকে অঘোষিত সেনাশাসন তুলে নাও’, ‘পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কর’, ‘বির্তকিত পঞ্চদশ সংশোধনী বাতিল কর’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More