দীঘিনালায় বৌদ্ধ বিহারের জায়গায় অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন, ৫ গ্রামবাসীকে হেনস্তা

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের যুদ্ধ মোহন কার্বারি পাড়ায় (পুকুরঘাটের ভিতরে) অরণ্য কুটির বৌদ্ধ বিহারের জায়গায় একটি অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের খবর পাওয়া গেছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকালে ক্যাপ্টেন আজমির-এর নেতৃত্বে শতাধিক সেনা সদস্য তাঁবু ও অন্যান্য সরঞ্জামসহ উক্ত স্থানে গিয়ে অবস্থান নেয়।
সেখানে পৌঁছার পর সেনারা স্থানীয় ৫ নিরীহ গ্রামবাসীকে (দিন মজুর) কান ধরে উঠাবসা করিয়ে হেনস্তা করে।
ভুক্তভোগীদের মধ্যে দু’জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- শ্যামল চাকমা (২৪), পিতা- সিগুলো চাকমা ও অনাদি চাকমা (৪২), পিতা- অজ্ঞাত। বাকী তিন জনের নাম পাওয়া যায়নি।
সেখানে অবস্থান নেওয়া সেনাদের মধ্য থেকে আজ বুধবার (১৯ নভেম্বর) ২০ জন অন্যত্র চলে গেলেও বর্তমানে ৮০ জনের অধিক সেনা সদস্য সেখানে অবস্থান করছে। সেনারা লোকজনকে সেদিকে যেতে দিচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছেন।
আগামী ২ ডিসেম্বর পর্যন্ত সেনারা সেখানে অবস্থান করতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।
সেনাদের এমন অবস্থানের কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর থেকে বাবুছড়া ইউনিয়নের তড়িৎ কান্তি কার্বারি পাড়া ও পার্শ্ববর্তী দীঘিনালা ইউনিয়নের অন্তর্গত মনিভদ্র কার্বারি পাড়ায় (বাগান পাড়া) সেনাদের দুটি দল অবস্থান নিয়েছিল। সেখান থেকে গতকাল (১৮ নভেম্বর) মনিভদ্র কার্বারি পাড়ায় অবস্থানকারী সেনা সদস্যরা চলে গিয়ে বর্তমান যুদ্ধ মোহন কার্বারি পাড়ায় অবস্থানকারী সেনাদের সাথে যোগ দেয়।
অপরদিকে, বাবুছড়ার তড়িৎ কান্তি কার্বারি পাড়ায় অবস্থানকারী সেনাদের মধ্য থেকে কিছু সংখ্যক সেনা চলে গেলেও এখনো একটি দল সেখানে অবস্থান করছে। তারাও আজ রাতে নতুবা আগামীকাল সকালে সেখান থেকে চলে যাবে- এমন তথ্য পাওয়া গেছে। তবে উক্ত সেনা দলটি আজ (বুধবার) ওই এলাকায় টহল অভিযান চালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
