দীঘিনালার উল্টাছড়িতে সেনাবাহিনী কর্তৃক ৬ জনকে আটক, পরে মুক্তি; ২ জনের বাড়িতে তল্লাশি

0


দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম উল্টাছড়ি এলাকার শ্যামচরণ কার্বারি পাড়া থেকে সেনাবাহিনী ৬ গ্রামবাসীকে আটক করে। পরে মানসিক নির্যাতন ও হয়রানি শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ভুক্তভোগীরা হলেন- ১. শ্যামল জ্যোতি চাকমা, ২. মিনা বাপ, ৩.রুপান্ত চাকমা, ৪. চিজি চাকমা, ৫. রাতুল্যা চাকমা ও ৬. সন্তোষ চাকমা।

সেনারা তাদেরকে ৩-৪ ঘন্টা ধরে বেঁধে রেখে নানা জিজ্ঞাসাবাদ করে মানসিক নির্যাতন ও হয়রানি করে বলে জানা গেছে।

এছাড়া সেনারা ২ জনের বাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- সন্তোষ চাকমা ও জেসমিন বাপ।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সকাল ৯টার সময় সেনাবাহিনীর সদস্যরা বর্বোপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে মাইনি নদী পার হয়ে উল্টাছড়ির দিকে যায়। এরপর বিকাল ৩টার দিকে সেনারা শ্যামচরণ কার্বারি পাড়ায় গিয়ে সন্তোষ চাকমা ও জেসমিন বাপ নামে দুিই গ্রামবাসীর বাড়ির দরজার তালা ভেঙে ঢুকে তল্লাশি চালায়। এ সময় বাড়িতে কোন লোকজন ছিল না। সেনারা বাড়িতে পাওয়া ৩টি মোবাইল ফোন নিয়ে যায়।

পরে রাস্তা দিয়ে স্থানীয় দোকানে যাওয়ার সময় উক্ত ৬ জনকে সেনারা আটক করে।আটকের পর তাদেরকে ৩-৪ ঘন্টা বেঁধে রেখে নানা জিজ্ঞাসাবাদ করে মানসিক নির্যাতন ও হয়রানি করা হয়।

রাত ৮টায় পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, আটককৃতদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

এছাড়া সেনারা আশে-পাশের কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করেছে বলে জানা গেছে।

সেনাদের অভিযান, আটক ও ঘরবাড়ি তল্লাশির ঘটনায় এলাকার জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।  

উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে ধনপাদা, নাড়াইছড়িসহ আশে-পাশের এলাকায় সেনা অভিযান চলমান রয়েছে।

অপারেশনে নেতৃত্বদানকারী সেনা কমাণ্ডারদের মধ্যে দীঘিনালা জোনের টু-আইসি মেজর মেহেদী হাসান, মাইনির লংগদু জোন থেকে ক্যাপ্টেন সিয়াম, বাবুছড়ার জারুলছড়ি ক্যাম্পের কমাণ্ডার মো. সিদ্দিকুর রহমান-এর নাম জানা গেছে।  



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More