দীঘিনালায় সেনা হেফাজতে ইউপিডিএফ নেতা হত্যার প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ

গুইমারা প্রতিনিধি ।। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর গুইমারা-মাটিরাঙ্গা ইউনিটের উদ্যোগে দীঘিনালায় সেনা হেফাজতে নির্যাতন চালিয়ে ইউপিডিএফ’র সংগঠক নবায়ন চাকমা ওরফে মিলনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ ২০২২) বিকাল ৪টার গুইমারা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে এখন সেনাবাহিনীকে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। বিচার বহির্ভুতভাবে যাকে ইচ্ছে তাকে হয় গুলি করে হত্যা করা হচ্ছে, নয় অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করা হচ্ছে। সরকার অবিলম্বে এই রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে।
বক্তারা অবিলম্বে নবায়ন চাকমা মিলনের হত্যার সাথে জড়িত সেনা সদস্যদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদানের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন