দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ নেতা হত্যার প্রতিবাদে লক্ষ্মীছড়িতে বিক্ষোভ

লক্ষ্মীছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক মধ্যযুগীয় নির্যাতন চালিয়ে ইউপিডিএফ সংগঠক নবায়ণ চাকমা ওরফে মিলনকে হত্যার প্রতিবাদে লক্ষ্মীছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ মার্চ ২০২২) বিকাল ৩টায় উপজেলা সদর, দুল্যাতলী ও কুতুকছড়ি এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।উক্ত এলাকায় মিছিল পরবর্তী পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত সমাবেশসমূহে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষ্মীছড়ি উপজেলা সভাপতি রুপান্ত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সাধারণ সম্পাদক মিঠুন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সদস্য মধুমালা চাকমা, জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের নেতা বিনোদ মুন্ডা ও ইউপিডএফ সংগঠক নিরব চাকমা।

বক্তারা ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলনকে পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ করে বলেন, সরকারের চক্রান্তে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ নেতা-কর্মীদের হত্যাকাণ্ডে মেতে উঠেছে। তারা বিচার বহির্ভুতভাবে এ যাবত ইউপিডিএফের অনেক নেতা-কর্মীকে হত্যা করেছে। তারই অংশ হিসেবে আজ ভোররাতে দীঘিনালায় ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলনকে আটকের পর নির্যাতন চালয়ে হত্যা করা হয়েছে। এর আগে ইউপিডিএফের নেতা পুলক জ্যোতি চাকমাকেও কারাগারে মেরে ফেলা হয়েছিল। কিন্তু এসব বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের কোন বিচার হয়নি।
তারা আরো বলেন, শুধু বিচার বহির্ভুত হত্যা নয়, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরীহ জনগণের ওপর অবর্ণনীয় নিপীড়ন চালাচ্ছে। রাতের আঁধারে ঘরবাড়িতে তল্লাশি, অন্যায়ভাবে গ্রেফতার, অস্ত্র গুজে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে প্রেরণ, ভূমি বেদখল, নারী নির্যাতন ইত্যাদি এখন নিত্যনৈমিত্ত্যিক ঘটনায় পরিণত হয়েছে।

বক্তারা রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলনের হত্যাকারী সেনা সদস্যদের বিচারের আওতায় নিয়ে আসে শাস্তি ও বিচার বহির্ভুত হত্যা বন্ধের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন