দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক চার গ্রামবাসীর বাড়িতে তল্লাশি, এক ব্যক্তিকে শারীরিক নির্যাতন
দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালায় বাবুছড়া ইউনিয়নের নুনছড়ির সুরসেন পাড়া নামক গ্রামে সেনাবাহিনী কর্তৃক চার গ্রামবাসীর বাড়িতে তল্লাশি ও এক ব্যক্তিকে শারীরিক নির্যাতনের খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৬টার দিকে দীঘিনালা সেনা জোনের টু-আইসি মেজর মোঃ মঈন এর নেতৃত্বে একদল সেনা সদস্য নুনছড়ির সুরসেন পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা গ্রামের বাসিন্দা ১. অরুণ চাকমা (৬৫), পিতা- মৃত. তরুলক্ষ চাকমা, ২. প্রফুল্ল চাকমা (৬০), পিতা- মৃত প্রেম রঞ্জন চাকমা, ৩. নিপন চাকমা (বর্তমান মেম্বার, বয়স- ৪৭), পিতা- মৃত কিনারাম চাকমা ও ৪. মেরিন চাকমা (সাবেক মেম্বার, বয়স- ৩৮), পিতা- মৃত- উত্তম কুমার চাকমা—এই চার গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেনাদের সাথে কালো চশমা পরা ও কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় এক ব্যক্তিকে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
একই সময় সেনারা তার সবজি ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় সবিনয় চাকমা (৪০), পিতা- উৎপল কান্তি চাকমা নামে এক ব্যক্তিকে আটকিয়ে জিজ্ঞাসাবাদের নামে শারিরীক নির্যাতন চালায়। পরে খবর পেয়ে গ্রামের নারী ও গণ্যমান্য ব্যক্তিরা গিয়ে তাকে ছাড়িয়ে আনেন।
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন এলাকায় সেনাবাহিনী কর্তৃক অন্যায়ভাবে ধরপাকড়, তল্লাশিসহ নানা হয়রানির ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষও এখন নিরাপদে নিজ বাড়িতে ঘুমাতে ও স্বাধীনভাবে চলাফেরা করতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।