দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ নেতা হত্যার প্রতিবাদে সাজেক ও বাঘাইছড়িতে বিক্ষোভ

সাজেক প্রতিনিধি ।। খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক অমানুষিক নির্যাতন চালিয়ে ইউপিডিএফ সংগঠক মিলন চাকমাকে হত্যার প্রতিবাদে রাঙামাটির সাজেক ও বাঘাইছড়িতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউপিডিএফ। এছাড়া ঘটনার প্রতিবাদে পালন করা হয় সড়ক অবরোধ কর্মসূচিও।
আজ মঙ্গলবার (১৫ মার্চ ২০২২) বিকালে সাজেকের গঙ্গারাম ও মাচলং এলাকায় এবং বাঘাইছড়ি উপজেলা সদর এলাকায় ইউপিডিএফের স্থানীয় ইউনিটসমূহ এই বিক্ষোভের আয়োজন করে।
গঙ্গারাম এলাকায় প্রতিবাদ সমাবেশে কমন চাকমার সঞ্চালনায় সাজেক ইউনিটের ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা বলেন, একটি স্বাধীন দেশে সেনাবাহিনী কর্তৃক এমন নির্যাতন ও হত্যাকাণ্ড খুবই দুঃখজনক ও ভয়াবহ ব্যাপার। শুধু মিলন চাকমা নয় এর আগেও বহু ইউপিডিএফ নেতা-কর্মি সমর্থককে সেনাবাহিনী কর্তৃক বিচার বহির্ভুতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিন অবিলম্বে মিলন চাকমা হত্যার বিচার ও জড়িত সেনা সদস্যদের শাস্তির দাবি জানান।
মাচলং এলাকায় অনুষ্ঠিত সমাবেশে ইউপিডিএফ সংগঠক প্রান্তিক চাকমা ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী এখন একটি সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে। তারা রাতের অন্ধকারে অন্যায়ভাবে ইউপিডিএফ নেতা মিলন চাকমাকে আটক করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে হত্যা করেছে। পার্বত্য চট্টগ্রামে চলমান এই হত্যাকাণ্ডের জন্য সেনাবাহিনী ও সরকারকে জুম্ম জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
তিনি ইউপিডিএফ নেতা মিলন চাকমাকে হত্যার ঘটনায় জড়িত সেনা সদস্যদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার বহির্ভুত হত্যা বন্ধের দাবি জানান।
অপরদিকে বাঘাইছড়ি উপজেলা সদর এলাকায়ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউপিডিএফ বাঘাইছড়ি ইউনিট। লক্ষীমিত্র চাকমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রিয়েল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা সভাপতি রত্ন জ্যোতি চাকমা।

বক্তারা অবিলম্বে মিলন চাকমা হত্যাকারী সেনা সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনা ও সেনাশাসন প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, আজ ভোররাত সাড়ে ৩টার দিকে দীঘিনালা সেনা জোনের একদল সেনা সদস্য তাদের সৃষ্টি কয়েকজন দুর্বৃত্তকে সাথে নিয়ে দীঘিনালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাগানপাড়া এরাকার মনিভদ্র কার্বারি পাড়া থেকে ইউপিডিএফ সংগঠক মিলন চাকমাকে গ্রেফতার করে অমানুষিক শারীরিক নির্যাতন চালায়। এতে তার শারীরক অবস্থা বেগতিক দেখে সেনারা তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করায়। সেখানে তিনি মারা যান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন