নান্যাচরে পিসিপি’র ছাত্র সমাবেশ, সকল জাতিসত্তার মাতৃভাষায় শিক্ষা নিশ্চিতের দাবি

নান্যাচর প্রতিনিধি ।। রাঙামাটির নান্যাচরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবেসকে সামনে রেখে আজ রবিবার (২০ ফেব্রুয়ারি ২০২২) বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নান্যাচর উপজেলার শাখার উদ্যোগে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ থেকে সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়।
‘শিক্ষা প্রতিষ্ঠানে শপথবাক্য পাঠের মাধ্যমে উগ্রজাতীয়বাদী ভাবধারা প্রতিষ্ঠা চলবে না, ছাত্র সমাজ রূখে দাড়াও, কেবল ৫ ভাষা নয় সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষালাভের অধিকারসহ পিসিপির ৫ দফা বাস্তবায়ন কর’ এই আহবানে আজ সকাল ১০টায় নান্যাচর উপজেলা সদর এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি নান্যাচর উপজেলা শাখার সভাপতি নিকি চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, অভিযোগ করে বলেন, সরকার উগ্রবাঙালি জাতীয়তাবাদী, একদলীয় ও এক ব্যক্তির ভাবধারা প্রবর্তনের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান শপথ বাক্য পাঠের নামে সার্কুলার জারি করেছে। ছাত্র সমাজ এমন সিদ্ধান্ত কখনো মেনে নিতে পারে না। তাই সরকারের জারিকৃত উক্ত সার্কুলার বাতিল করতে হবে।
বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ দেশে বসবাসরত সকল জাতিসত্তার মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করাসহ পিসিপির শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
সমাবেশে নান্যাচর কলেজের ছাত্র শুভ চাকমার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন পিসিপি’র নান্যাচর জেলা শাখার সভাপতি নেপচুন চাকমা, গণতান্ত্রিক যুব ফেরামের নান্যাচর উপজেলা সাংগঠনিক সম্পাদক প্রিয়তম চাকমা, সাধারণ শিক্ষার্থী পাপেল চাকমা প্রমুখ।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন