নান্যাচরে সেনাবাহিনী কর্তৃক পিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি বিলাস চাকমা আটক

0

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
রাঙামাটির নান্যাচর উপজেলার টিএন্ডটি বাজার থেকে আজ ৫ মার্চ ২০১১, শনিবার, সকাল আনুমানিক পৌনে ৯টার সময় সেনাবাহিনীর সদস্যরা পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি বিলাস চাকমাকে আটক করেছে। আটকের পর দুপুরের দিকে সেনাবাহিনী নান্যাচর থানায় হস্তান্তর করলে থানা থেকে তাকে রাঙামাটি জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ইউপিডিএফ-এর রাঙামাটি জেলার প্রচার বিভাগের দায়িত্বরত সোনামনি চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, প্রথমে নান্যাচর জোনের এনসিও শাহেদ কথা আছে বলে বিলাস চাকমাকে এক জায়গায় ডেকে নিয়ে যায়। এরপর নান্যাচার জোন থেকে গাড়িতে করে আর্মিরা এসে তাকে আটক করে৷ বিলাস চাকমা নান্যাচর কলেজের একজন এইচএসসি পরীক্ষার্থী

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, গত বছর ২৩ আগস্ট সেনা সদস্যরা একবার তাকে আটক করেছিল এ সময় তিনি সংবিধানে পার্বত্য চট্টগ্রামকে পৃথক স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা ও ক্ষুদ্র জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করছিলেন অবশ্য এর কয়েকদিন পর রাঙামাটির আদালত তাকে ছেড়ে দেন

ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক অলকেশ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ঝন্টু চাকমা এক যুক্ত বিবৃতিতে বিলাস চাকমাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

নেতৃবৃন্দ অবিলম্বে তার মুক্তি দাবি করে বলেন, সেনাবাহিনী কর্তৃক সংবিধান-স্বীকৃত মৌলিক অধিকার হরণ বন্ধ করা না হলে পার্বত্য চট্টগ্রামে ব্যাপক গণবিষ্ফোরণ সৃষ্টি হবে। তখন তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More