নান্যাচরের ঘিলাছড়ি ইউনিয়নে সেনা হয়রানি, নির্যাতন, লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের নুয়োআদাম ও ধাজ্জ্যাছড়ি এলাকায় সেনা অভিযানের নামে ঘরবাড়িতে তল্লাশি, হয়রানি, নির্যাতন ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টার সময় “পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন তুলে নাও” এই ব্যানার শ্লোগানে রাঙামাটির কুদুকছড়ি এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জুয়েল চাকমার সঞ্চলনায় বক্তব্য রাখেন ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের প্রতিনিধি রাসেল চাকমা ও ছাত্র প্রতিনিধি সত্য চাকমা।

বক্তারা অভিযোগ বলেন, পার্বত্য চট্টগ্রামে কথিত নিরাপত্তার নামে সেনা শাসন জারি রেখে নিরীহ পাহাড়ি গ্রামবাসীদের ঘরবাড়িতে তল্লাশি, হয়রানি, নির্যাতন ও লুটপাট চালানো হচ্ছে। সম্প্রতি গত ৯ ও ১১ সেপ্টেম্বর নান্যাচরের ঘিলাছড়ি ইউনিয়নের নুয়োআদাম, ধাজ্জ্যাছড়িসহ বিভিন্ন গ্রামে পর পর সেনা অভিযানের নামে পাহাড়িদের ঘরবাড়িতে বিনা কারণে তল্লাশি ও জিনিসপত্র লুটপাট, নিরীহ লোকজনকে আটক করে নির্যাতন-হয়রানিসহ এলাকার জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। ফলে এলাকার জনগণ নিজ বাড়িতেও নিরাপদে থাকতে পারছে না, দৈনন্দিন কাজ কর্ম করতে পারছে না। আমরা সাধারণ জনগণের ওপর এই ধরনের অন্যায়-অবিচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বক্তারা পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অন্যায়-অবিচার, নির্যাতন, হয়রানি, লুটপাটের বিরুদ্ধে ঐক্যবদ্ধে হয়ে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ সমাবশে থেকে বক্তারা অবিলম্বে সেনা অভিযানের নামে অব্যাহত ঘরবাড়িতে তল্লাশি, নির্যাতন, হয়রানি, লুটপাট বন্ধ করা এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন তুলে নিয়ে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।