নান্যাচরের থলচাপ ও বন্দুকভাঙার মাচ্ছ্যাপাড়ায় সেনাবাহিনীর অবস্থান

স্থানীয় প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
রাঙামাটির নান্যাচর উপজেলার ২নং নান্যাচর সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অন্তর্গত থলচাপ বনবিহার (কুটির) মাঠে ৫৫ জন ও রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের মাচ্ছ্যাপাড়া স্কুলে ৮০ জন সেনা সদস্য অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।
থলচাপে অবস্থানরত সেনা দলটির নেতৃত্ব রয়েছেন লংগদুর মাইনী জোনের মেজর ফেরদৌস। সেখানে তারা ২/৩ দিন অবস্থান করবে বলে তথ্য পাওয়া গেছে।
আগামীকাল (২৬ নভেম্বর) সকালে নান্যাচর থেকে সেখানে (থলচাপে) তাদের জন্য বাজার (রসদ) নিয়ে যাওয়ার জন্য সেনারা এলাকার জনগণকে নির্দেশ দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
অপরদিকে, নান্যাচর জোন থেকে জনৈক মেজরের নেতৃত্বে ৮০ জনের একটি সেনা দল রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের মাচ্ছ্যাপাড়া স্কুলে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।
সেনারা সেখানে সাথে করে চাউল ১১ বস্তা ও অন্যান্য খাবার সামগ্রী নিয়ে গেছে। তারা সেখানে ৩/৪ দিন অবস্থান করে আশে-পাশের এলাকায় অভিযান চালাতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
