নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ সমাবেশ

ঢাকা ।। চাল-ডাল, ভোজ্যতেল, জ্বালানী তেল, এলপিজি গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল।
আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি ২০২২) বিকেল ৪:৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জাতীয় মুক্তি কাউন্সিল’র সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) কেন্দ্রীয় সদস্য দেলওয়ার হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার ও পাহাড়ি ছাত্র পরিষদের ঢাকা মহানগরের সহ সভাপতি রনেল চাকমা। সমাবেশ পরিচালনা করেন মুক্তির মঞ্চের হেমন্ত দাস।
সভাপতির বক্তব্যে ফয়জুল হাকিম বলেন, চাল ডাল ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে জনগণ যখন দিশেহারা তখন সরকার ‘উন্নয়নের’ ঢোল পিটিয়ে চলেছে। মাথাপিছু আয়ের গল্প ফেদে জনগণকে ধোঁকা দিয়ে চলেছে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধে ব্যর্থ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, লুটেরা সন্ত্রাসী দুর্নীতিবাজ শাসকশ্রেণীর সরকারের ফ্যাসিবাদী শাসন উচ্ছেদের সংগ্রাম বেগবান করতে হবে।

দেলওয়ার হোসেন বলেন, করোনা ধাক্কায় কাজ হারিয়ে দারিদ্রসীমার নীচে চলে গেছে কোটি কোটি মানুষ। এখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, এলপিজি গ্যাস,জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি জনজীবন দুবির্ষসহ করে চলেছে। অথচ সরকার জনগণের পাশে না দাঁড়িয়ে ব্যবসায়ীদর সেবা করে চলেছে। ব্যবসায়ীদের সেবাদাস সরকারকে হটিয়ে দেশে জনগণের সরকার কায়েম করতে হবে।
মিতু সরকার বলেন, কারখানায় একদিকে জনগণের জীবনযাত্রা ব্যয় বেড়ে গেছে অন্যদিকে ব্যবসায়ীরা সিণ্ডিকেট করে লাগামহীনভাবে দাম বৃদ্ধি করে চলেছে। অথচ সরকার দর্শকের ভূমিকা থেকে বাজারি শোষণকে মদদ যুগিয়ে যাচ্ছে।
রনেল চাকমা বলেন, তিন বছর হতে চললো ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মাইকেল চাকমাকে পাওয়া যাচ্ছে না। অবিলম্বে মাইকেল চাকমাসহ গুম হওয়া ব্যক্তিদের সুস্থ দেহে তাদের পরিবারের নিকট ফেরত দিতে হবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন