নির্মাণাধীন সাজেক কলেজে সেনাবাহিনীর তল্লাশি

নির্মাণাধীন সাজেক কলেজ।
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
রাঙামাটির সাজেক ইউনিয়নে নির্মাণাধীন সাজেক কলেজে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, গতকাল বুধবার (১২ নভেম্বর ২০২৫) রাত সাড়ে ১০টার সময় গঙ্গারাম মুখ ক্যাম্প (আগে ইসিবি ক্যাম্প, বর্তমানে বেঙ্গলে রূপান্তরিত) থেকে একদল সেনা সদস্য নির্মাণাধীন সাজেক কলেজে যায়। এ সময় সেনারা নাইট গার্ড বোধিসত্ত চাকমাকে সাথে নিয়ে কলেজের প্রত্যেকটি রুমে তল্লাশি চালায়।
তল্লাশিকালে সেনারা বোধিসত্ত চাকমার কাছ থেকে ‘ইউপিডিএফের লোকজন আছে কিনা’ জানতে চায় এবং তাকে রাতে কলেজে ডিউটি না করার নির্দেশ দেয়। অন্যথায় আটক করা হবে বলেও সেনারা তাকে হুমকি প্রদান করে।
এছাড়া সেনা সদস্যরা কলেজ সংলগ্ন উজোবাজার দোকান ব্যবসায়ী লিটন চাকমার বাড়িতে গিয়ে তার কাছ থেকেও ইউপিডিএফের লোকজন আছে কিনা জিজ্ঞাসা করে বলে জানা গেছে।
এর আগে রাত ৮টার সময় একই ক্যাম্প থেকে ৪০ জনের একটি সেনা দল রাত ৮টার দিকে উজোবাজার এলাকায় টহল দেয় এবং উজোবাজার সংলগ্ন গঙ্গারাম মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের গ্রামের বাসিন্দা পূর্ণ বাবু চাকমা ও সঞ্জীব চাকমার বাড়িতে গিযে হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করে।
উল্লেখ্য, সাজেক ইউনিয়নের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের সুবিধার্থে সাজেকবাসী একটি কলেজ নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু নির্মানকাজ চলাকালীন সেনাবাহিনীর নির্দেশে বনবিভাগ কলেজ নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। ফলে কলেজটি নির্মাণ বন্ধ হয়ে রয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
