পাঁচ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন পানছড়িতে অপহৃত নিরু কার্বারি

পানছড়ি প্রতিনিধি ।। গতকাল (মঙ্গলবার) সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক অপহৃত নিরু কার্বারীকে ৫ লাখ টাকা মুক্তিপণে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নিরু কার্বারী পানছড়ি সদর ইউনিয়নের আলীচান পাড়ার কার্বারি (পাড়া প্রধান)।
গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে নিরু কার্বারিকে মোবাইল ফোনে দেখা করার কথা বলে পানছড়ি বাজারে ডেকে এনে সন্ত্রাসীরা অপহরণ করে ভাইবোন ছড়ার দেওয়ান পাড়ায় নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
আজ বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে অপহৃত কার্বারির পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকার মুরুব্বীরা দেওয়ান পাড়ায় সন্ত্রাসীদের আস্তানায় গিয়ে তাদের সাথে দেখা করে কার্বারিকে মুক্তির বিষয়ে কথাবার্তা বলেন। এ সময় অপহরণকারী দলের হোতা আলোক ময় চাকমা ও পিন্টু চাকমা তাদের সাথে কথা বলে প্রথমে ১০ লক্ষ টাকা মুক্তপণ দাবি করে। এতে কার্বারির পরিবার ও আত্মীয়-স্বজনরা অনেক কাকুতি-মিনতি করার পর সর্বশেষ ৫ লাখ টাকা মুক্তিপণ ধার্য্য করা হয়।
এরপর নগদ ৪ লাখ টাকা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে আরো ১ লাখ টাকা দেয়ার শর্তে আজ সন্ধ্যা ৭টার দিকে কার্বারিকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া সন্ত্রাসীরা ‘ভবিষ্যতে ইউপিডিএফের সাথে যোগাযোগ করা যাবে না’ এমন শর্তও জুড়ে দেয় বলে জানা গেছে।
সন্ত্রাসীরা কার্বারিকে অমানুষিকভাবে মারধর করায় তিনি হাঁটতে পারছিলেন না। তাকে কাঁধে বহন করে বাড়িতে নিতে হয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন