পানছড়িতে আবারো ৭ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির পানছড়িতে আবারো ৭ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনী হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকালে পানছড়ি সদর ইউনিয়নের গগন চন্দ্র পাড়ায় এ তল্লাশির ঘটনা ঘটে।
জানা যায় আজ (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় পানছড়ি সাবজোন থেকে ৪টি গাড়িযোগে ৪০/৪৫ জনের একদল সেনা সদস্য কলেজ গেইট, মির্জিটিলা হয়ে পানছড়ি সদর ইউনিয়নের রাঙাপানিছড়া এলাকার গগন চন্দ্র পাড়ায় হানা দেয়। সেনারা গ্রামের বেশ কয়েকটি বাড়ি ঘেরাও করে অন্তত ৭ গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালায়।
তল্লাশির শিকার গ্রামবাসীরা হলেন-
১। ধরণী ভূষণ চাকমা (৬২), পিতা-মৃত গগন চন্দ্র চাকমা, ২. রুপম চাকমা (৩৭), পিতা-ধরণী ভূষণ চাকমা, ৩। রিপন জ্যোতি চাকমা (৪৫), পিতা-ধরণী ভূষণ চাকমা, ৪। সুমন জ্যোতি চাকমা(৪৫), পিতা- যুগেন্দ্র চাকমা, ৫। সঞ্জিতা চাকমা (৪৭), স্বামী-বীর রঞ্জন চাকমা, ৬। ইন্দ্রদেবী চাকমা (৬৫), স্বামী- যুগেন্দ্র চাকমা, ৭। তপন বিকাশ চাকমা (৩৬), পিতা-মানিক কিশোর চাকমা।
এ সময় সেনারা কয়েকজনের কাছ থেকে একজনের ছবি দেখিয়ে “এই ব্যক্তিকে কেউ চেনে কিনা ও তাদের গ্রামে যায় কিনা, ইউপিডিএফ সদস্যরা কোথায় থাকে” এমন বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গতকাল (২০ নভেম্বর) একদল সেনা সদস্য পানছড়ির বড়কলক গ্রামে তিন গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছিল।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
