পানছড়িতে ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পানছড়ি প্রতিনিধি ।। আগামী ২৬ ডিসেম্বর ২০২১ ইউপিডিএফ-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের স্থানীয় ইউনিটের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
আজ শুক্রবার (২৪ ডিসেম্বর ২০২১) বেলা ২টা থেকে লোগাং করল্যাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে করল্যাছড়ি দোকান, বাবুড়া পাড়া দোকান, ধুদুকছড়া বাজার হয়ে ধুদুকছড়া মারমা পাড়ার দোকানে গিয়ে পরিস্কার অভিযান শেষ করা হয়। এ সময় যত্রতত্র পড়ে থাকা পরিবেশ ক্ষতিকর পলিথিনসহ বিভিন্ন আবর্জনা কুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ইউপিডিএফ’র পানছড়ি ইউনিটের সংগঠক নিরব চাকমা।
এতে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর পানছড়ি উপজেলা সাধারণ সম্পাদক সুনীল চাকমার নেতৃত্বে ১২ জন পিসিপি কর্মী এবং গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) খাগড়াছড় জেলা সভাপতি বরুন চাকমা নেতৃত্বে ৪ জন ডিওয়াইএফ কর্মী অংশগ্রহণ করেন। এছাড়াও করল্যাছড়ি, ধুদুক ছড়া এলাকার ৩০/৩৫ জন যুবক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন