পানছড়িতে এক ব্যক্তির বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নাপিতা পাড়ায় এক ব্যক্তির বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার সময় পানছড়ি সাবজোন থেকে ৪টি গাড়িতে করে ৪০-৪৫ জন সেনা সদস্য পানছড়ি ডিগ্রী কলেজ গেট হয়ে প্রবেশ করে বড়কোনা দোকান পর্যন্ত যায়। এরপর সেখানে গাড়ি রেখে পায়ে হেঁটে লারমা পাড়া হয়ে পানছড়ি সদর ইউনিয়নের নাপিতা পাড়ায় হানা দেয় এবং এক ব্যক্তির বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায় ও তাকে বন্দুক তাক করে ভয় দেখায়।
ভুক্তভোগীর নাম- সবিনয় চাকমা (৪০), পিতা-কিরণ জ্যোতি চাকমা, গ্রাম- নাপিতা পাড়া।
সেনারা প্রথমে তাকে বন্দুক তাক করে “বাঁচতে চাও, নাকি মরতে চাও”বলে ভয় দেখায়। পরে তার বাড়িতে তল্লাশি চালায়।
সেখানে দুই থেকে আড়াই ঘন্টা অবস্থান করে সেনারা ড্রোন উড়িয়ে নজরদারি করে। এর কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।