পানছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পানছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন স্থগিত করার দাবিতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) পানছড়ি উপজেলা শাখা।
শনিবার সকাল দশটায় পানছড়ি কলেজ গেইট এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে পানছড়ি মুক্তিযোদ্ধা স্কোয়ারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পিসিপি পানছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পিসিপি পানছড়ি থানা শাখার সভাপতি রূপায়ন চাকমা। পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি থানা শাখার শিল্প সাহিত্য সম্পদিক জয়শ্রী চাকমার স্বাগত বক্তব্যের মধ্যে দিয়েই অনুষ্ঠানের সূচনা পর্ব শুরু হয়। এ সময় আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা শাখার সভাপতি বরুণ চাকমা, সাধারণ সম্পাদক বিবর্তন চাকমা।
বক্তরা পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েন, সেনা-বিজিবি ক্যাম্প স্থাপনের বিরুদ্ধে স্বোচ্চার হওয়ার আহ্বান জানান। এ সময় তারা রাঙামাটিতে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন স্থগিত করার জোর দাবি জানান।
———–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।