পানছড়িতে যুব ফোরাম নেতাদের উপর গুলিবর্ষণ ও আটকের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

0

রাঙামাটি প্রতিনিধি ।। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের লেন্দিয়া পাড়ায় গণতান্ত্রিক যুব ফোরাম নেতাদের উপর গুলিবর্ষণ ও সংগঠনটির পানছড়ি উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক কল্যাণ জ্যোতি চাকমাকে আটকের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে তিন সংগঠন।

 ‌‘পাহাড় থেকে ফৌজি শাসন তুলে নাও, রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ কর’ শ্লোগানে আজ শুক্রবার (৬ আগস্ট ২০২১) দুপুর ১২টায় গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ), পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) যৌথভাবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

হিল উইমেন্স ফেডারেশন নেত্রী সুমা চাকমার সঞ্চালনায় ও গণতান্ত্রিক যুব ফোরাম জেলা শাখার নেতা প্রিয়তন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিপি রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক জিমিত চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন নেত্রী নিশি চাকমা।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার ও রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিকভাবে আন্দোলনরত সংগঠনের নেতা-কর্মীদের উপর গুলিবর্ষণ, হামলা-মামলা ও প্রতিনিয়ত ধরপাকড় করা হচ্ছে। গতকাল (৫ আগস্ট) খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং লেন্দিয়া পাড়ায় যুব ফোরামের নেতারা সাংগঠনিক কাজ করতে গেলে রাষ্ট্রীয় বাহিনী’র সদস্যরা বিনা উস্কানিতে তাদের উপর গুলিবর্ষণ করেছে এবং এতে গুলিবিদ্ধ হয়ে আহত যুব নেতা কল্যাণ জ্যোতি চাকমা আটক করা হয়েছে।

বক্তারা পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র-যুব-নারী সমাজসহ জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে আটক যুব নেতা কল্যাণ জ্যোতি চাকমাকে নিঃশর্ত মুক্তি, রাষ্ট্রীয় বাহিনীর সন্ত্রাস বন্ধ করা ও পাহাড় থেকে ফৌজি শাসন তুলে নেয়ার দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More