পানছড়িতে শিশু র‌্যালিসহ নানা কর্মসূচিতে ইউপিডিএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

পানছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির পানছড়িতে বর্ণাঢ্য শিশু র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতাসহ নানা কর্মসূচিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ ২৬ ডিসেম্বর ২০২১ সকাল ৮ টার সময় “নতুন দিনের বিপ্লবীরা এগিয়ে এসো, পূর্ণস্বায়ত্বশাসনের পতাকাতলে সমবত হও’ এই স্লোগানে লোগাং করল্যাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ হতে শিশুটি শুরু হয়। র‌্যালিটি বাবুড়া দোকান প্রদক্ষিণ করে পূনরায় করল্যাছড়ি স্কুল মাঠে এসে শেষ করা হয়।

র‌্যালিতে হাতিমারা, ধুধুকছড়া,মাচ্চুছড়া, করল্যাছড়ি, চিকন চান পাড়া, সুচন্দ্র কার্বারী পাড়া, প্রভূ রঞ্জন পাড়াসহ আশে-পাশের এলাকা থেকে দুই শতাধিক শিশু-কিশোর ইউপিডিএফর পতাকা হাতে অংশগ্রহণ করেন।

পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা র‌্যালিটি পরিচালনা করেন।

অপরদিকে, সকাল ৯টায় দলীয় সংগীতের পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পার্টি পতাকা উত্তোলন করেন ইউপিডিএফ-এর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য উজ্জল স্মৃতি চাকমা। এতে অংশগ্রহনকারীরা পতাকার প্রতি স্যালুট প্রদান করেন।

এরপর এলাকার পার্টির নেতা-কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের উপস্হিতিতে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আত্মবলিদানকারী শহীদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে অস্হায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক করেন ইউপিডিএফ এর পক্ষে উজ্জল স্মৃতি চাকমা ,জিরান চাকমা আইচুক ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষে তৃষ্ণাঙ্কর চাকমা ও শহীদ পরিবারের পক্ষ পুষ্পমালা অর্পন করেন সীমা চাকমা।

পুষ্পস্তবক অর্পণ শেষে লড়াই সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত ছিলেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান শান্তি জীবন চাকমা, ভাইস চেয়ারম্যান চন্দ্রদেব চাকমা, ১ নং লোগাং ইউনয়নের চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ২নং চেঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কালাচাঁদ চাকমা ও চেঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের পানছড়ি উপজেলা সভাপতি মিন্টি চাকমা।

সভায় বক্তব্য রাখেন ইউপিডিএফ-এর কেন্দ্রীয় সদস্য উজ্জল স্মৃতি চাকমা ও পানছড়ি উপজেলা সমন্বয়ক আইচুক ত্রিপুরা।

উজ্জ্বল স্মৃতি চাকমা বলেন, নানা ষড়যন্ত্র ও দমন-পীড়ন মোকাবেলা করে পার্টি আজ ২৩ বছর পূর্ণ করেছে। জনগণের সমর্থন ছাড়া নিশ্চয় পার্টির এ পর্যন্ত আসা মোটেই সম্ভব হতো না।

দীর্ঘ ২৩ বছরে পার্টির অনেক নেতা-কর্মী শহীদ হয়েছেন, অনেকে টিকতে পারেননি। কিন্তু পার্টি তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। কঠোর কঠিন পরিস্থিতি মোকাবেলা করে পার্টি আন্দোলন চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে ন্যায়সঙ্গত আন্দোলন দমনে সকল পন্থা অবলম্বন করছে। সর্বশেষ একটি সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি করে পার্টির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। তাই আমাদেরকে আরো সজাগ ও সতর্ক থেকে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র ও দমনপীড়ন মোকাবেলা করতে হলে আমাদের আন্দোলনকারী দলগুলোর মধ্যে ঐক্য গড়তে হবে। পার্টি তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেএসএস-এর প্রতি যৌথ আন্দোলনের প্রস্তাব দিয়েছে। এই ঐক্য আমাদের অবশ্যই গড়ে তুলতে হবে তিনি মত প্রকাশ করেন।

সভায় ইউপিডিএফ সংগঠক সুমেন চাকমা পার্টির ২৩তম প্রতিষ্ঠাবার্ষীকির বার্তা পড়ে শোনান।

আলোচনা সভা শেষে প্রতিযোগীতার ইভেন্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল হাড়ি ভাঙ্গা, দালাল-স্হাপাইদের গুলতি মারা, কুইজ কুইজ ও নাচগান প্রতিযোগিতা। এতে পার্টির সদস্য, শহীদ পরিবার, পার্টির সকল পরিবার ও ছেলে-মেয়ে এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More