পানছড়িতে সদ্য প্রয়াত ইউপিডিএফ নেতা শান্তিদেব চাকমা’র স্মরণসভা

0

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

“প্রকৃত সংগ্রামী-বিপ্লবীর মৃত্যু নেই, ইউপিডিএফ নেতা শান্তিদেব চাকমার আত্মত্যাগ শত-সহস্র জুম্মর অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে” এই শ্লোগানে সদ্য প্রয়াত ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য ও রাঙামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তিদেব চাকমার স্মরণে খাগড়াছড়ির পানছড়িতে স্মরণসভা করেছে ইউপিডিএফ পানছড়ি ইউনিট।

আজ শনিবার (২৮ অক্টোবর ২০২৩) সকাল ১১ টায় অনুষ্ঠিত স্মরণসভায় ইউপিডিএফের পানছড়ি ইউনিটের সংগঠক আইচুক ত্রিপুরা’র সভাপতিত্বে ও বকুল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রয় সভাপতি সুমেন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা, পানছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা ত্রিপুরা, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ১নং লোগাং ইউপি’র সাবেক চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, ২ নং লোগাং ইউপি’র সাবেক চেয়ারম্যান কালাচাঁদ চাকমা ও কার্বরী এসোসিয়েশনের পানছড়ি উপজেলা সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা।

স্মরণসভা শুরুতে শান্তিদেব চাকম’র স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি সুমেন চাকমা তাঁর স্বাগত বক্তব্যে প্রয়াত শান্তিদেব চাকমার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সুমেন চাকমা বলেন, আমরা আজকে প্রয়াত শান্তিদেব চাকমা’র স্মরণে আমরা স্মরণসভা করছি। আমাদের মনে রাখা দরকার, দুনিয়ায় অনেক মানুষ মারা যায় কিন্তু তাদের কয়জনে মনে রাখে? একমাস কিংবা দুই মাস পরে ভুলে যায়। কিন্তু যারা ত্যাগী বিপ্লবী, দেশের জন্য জাতীর জন্য কিংবা সমাজ পরিবর্তনের জন্য কাজ করে যায় তাদেরকে মানুষ মৃত্যুর পরেও যুগে যুগে মানুষ স্মরণ করে। তাই আজকে আমরা যার স্মরণসভা করছি তিনি একজন বিপ্লবী এবং জুম্মজনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস ও আপোষহীনভাবে আমৃত্যু কাজ করে গেছেন।

তিনি আরো বলেন, শান্তিদেব চাকমা জীবনে ব্যক্তিগতভাবে অনেক কিছু করতে পারতেন, ভাল চাকরি করতে পারতেন। কিন্তু তিনি সেটা না করে জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে নিজেকে মৃত্যুর আগ পর্যন্ত নিয়োজিত রেখেছেন।

তিনি যুব ও ছাত্র সমাজের উদ্দেশ্যে বলেন, আজকে ছাত্র-যুব সমাজ স্মার্ট ফোনে ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত, কোন দিকে কি হচ্ছে সেটার কোন খবর রাখে না। তিনি মাদক, জুয়ায় আসক্ত না থেকে জাতির মুক্তির আন্দোলনে সামিল হওয়ার জন্য ছাত্র-যুব সমাজের প্রতি আহ্বান জানান।

যুব ফোরাম নেতা বরুন চাকমা বলেন, আজকে যাকে নিয়ে এই স্মরণসভা করছি তাকে হয়তো এখানে উপস্থিত অনেকে চিনেন না। তিনি ইউপিডিএফ’র কেন্দ্রীয় সদস্য ছিলেন। পার্টি ও জাতির জন্য তিনি অনেক অবদান রেখে গেছেন। তিনি জম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, সমাজ পরিবর্তনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।

তিনি সভায় উপস্থিত ছাত্র-যুব সমাজের উদ্দেশ্যে বলেন, আমাদের ছাত্র-যুবকদেরকে জাতির কল্যাণে কাজ করা উচিত। পার্টিতে ‍যুক্ত হতে না পারলেও প্রয়াত শান্তিদেব চাকমার মতো জাতীয় মুক্তির চেতনা, সমাজ পরিবর্তনের চেতনা লালন করা উচিত। জীবনকে এমনভাবে গড়ে তুলতে হবে মৃত্যুর পরেও যেন মানুষ স্মরণ করে।

চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা বলেন, শান্তিদেব চাকমার সাথে বিভিন্ন প্রোগ্রামে আমার কয়েক বার দেখা হয়েছে। তিনি একজন খুব সহজ সরল নেতা ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ দেখে আমি খুব কষ্ট পেয়েছি।

তিনি আরো বলেন, শান্তিদেব চাকমা আমাদের মাঝে না থাকলেও তাঁর আদর্শ, চেতনা ধারণ করে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে।

উপজেলা ভাইস চেয়ারম্যান মনিকা ত্রিপুরা বলেন, আজকে প্রবারণার দিনে আমরা এই স্মরণসভায় এসেছি। আমি মনে করি এখানেও আমাদের পূণ্য হবে, কারণ আমরা একজন জাতীয় নেতার স্মরণসভা করছি। আমার শান্তিদেব চাকমার বিষয়ে তেমন জানা নেই। তারপরও আমি বলবো নতুন প্রজন্ম থেকে তাঁর মতো নেতা তৈরি হতে হবে এবং অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।

সাবেক চেয়ারম্যান সমর বিকাশ চাকমা বলেন, পূর্ববতী বক্তারা শান্তিদেব চাকমার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমি যুব ও ছাত্র সমাজের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তিনি বলেন, বর্তমান সময়ে যুব ও ছাত্র সমাজ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত। রাস্তা-ঘাটে, গ্রামে-গঞ্জে শুধু মোবাইল, মাদক, জুয়া নিয়ে ব্যস্ত। যুব ও ছাত্রসমাজকে পরিবর্তন করতে হলে পার্টির আরো সচেতনতামূলক কাজ করা দরকার।

স্মরণসভার সভাপতি ইউপিডিএফ সংগঠক আইচুক ত্রিপুরা বলেন, আমার ব্যক্তিগতভাবে শান্তিদেব চাকমার সাথে কাজ করার সুযোগ হয়েছে। তাঁর সাথে আমার প্রথম দেখা হয় চট্টগ্রামে। তিনি খুব ভদ্র. নম্র ও সহজ সরল ছিলেন। পার্টিতে দায়িত্ব পালনকালে তিনি একনিষ্টতার সাথে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করে গেছেন। জাতির অধিকার প্রতিষ্ঠায় কোনো আপোষ করেননি। প্রয়াত শান্তিদেব চাকমার জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের নতুন প্রজন্মকে অধিকার সচেতন হতে হবে এবং জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রামে এগিয়ে আসতে হবে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More