পানছড়িতে সন্তু গ্রুপ কর্তৃক অপহৃত গণতান্ত্রিক যুব ফোরামের দুই কর্মীকে উদ্ধারের দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অপহৃত গণতান্ত্রিক যুব ফোরামের দুই কর্মীকে উদ্ধারের দাবি জানিয়েছে ডিওয়াইএফ।
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর সভাপতি জিকো ত্রিপুরা এই দাবি জানান।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১:০০টার সময় পানছড়ির লোগাং ইউনিয়নের মাচ্ছ্যছড়া এলাকার বিরজয় পাড়া থেকে জেএসএস (সন্তু গ্রুপ) জিতেন চাকমা ও থোয়াইপাঅং মারমাকে অস্ত্রের মুখে অপহরণ করে। এ সময় তারা সাংগঠনিক কাজে সেখানে গিয়েছিলেন।
“অপহৃত জিতেন চাকমা (১৮) লক্ষীছড়ি উপজেলা শাখার সহসম্পাদক। তারা পিতার নাম সুজেন্দ্র চাকমা, মাতার নাম গঙ্গাদেবী চাকমা, গ্রাম- ডানে বানরকাটা, দুল্যাতলী ইউনিয়ন, লক্ষীছড়ি, খাগড়াছড়ি। অপরদিকে থোয়াইপাঅং মারমা (২২) হলেন ডিওয়াইএফ কাউখালি শাখার একজন সক্রিয় সদস্য। তার পিতার নাম অংসি মারমা, মাতার নাম মেথুইমা মারমা, গ্রাম- পচু পাড়া, বেতবুনিয়া ইউপি, কাউখালী, রাঙামাটি।”
জিকো ত্রিপুরা জানান, “জিতেন চাকমা ও থোয়াইপাঅং মারমা গত কয়েকদিন আগে সাংগঠনিক সফরে পানছড়িতে গিয়েছিলেন। সাংগঠনিক কাজের অংশ হিসেবে গতকাল মাচ্ছ্যছড়া এলাকায় গেলে তারা সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের সামনে পড়ে যান। সেখান থেকেই সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়।”
ডিওয়াইএফ নেতা অবিলম্বে অক্ষত অবস্থায় অপহৃত জিতেন চাকমা ও থোয়াইপাঅং মারমাকে মুক্তি দেয়ার জন্য জেএসএস (সন্তু) নেতাদের প্রতি জোর দাবি জানান এবং একই সাথে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে ইউপিডিএফের সাথে সামিল হওয়ার আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।