পানছড়িতে সন্তুগ্রুপ কর্তৃক জুম্ম শরণার্থী নেতা অপহৃত!
সিএইচটিনিউজ.কম
পানছড়ি(খাগড়াছড়ি) : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাঙের মধুমঙ্গল পাড়া থেকে গতকাল ১৬ জুন সোমবার রাতে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থীর চেঙ্গী ইউনিয়নের প্রজেক্ট চেয়ারম্যান নন্দ জয় চাকমা (৩৫), পিতা- জয়চন্দ্র চাকমাকে অপহরণ করেছে।
সূত্র জানায়, জেএসএস সন্তু গ্রুপের ১০/১২ জনের একটি সশস্ত্র দল সোমবার রাত সাড়ে ১১টার সময় মধুমঙ্গল পাড়ায় হানা দেয়। এ সময় সন্ত্রাসীরা নন্দজয় চাকমাকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। তাকে নিয়ে যাবার সময় সন্ত্রাসীরা তাদের সাথে যোগাযোগ করার জন্য তাঁর পরিবারের লোকজনের কাছে একটি মোবাইল নম্বর ০১৮২০৭৪৭৪৮৪ দিয়ে যায়। কি কারণে তাকে অপহরণ করা হয়েছে তা জানা যায় নি। তবে, এলাকাবাসীর ধারণা মুক্তিপণ আদায়ের জন্যই তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে।
———–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।