পানছড়িতে সেনা অভিযানে এক ব্যক্তিকে শারীরিক নির্যাতন, তিন জনের বাড়িতে তল্লাশি!

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
খাগড়াছড়ি পানছড়িতে চলমান সেনা অভিযানে ২নং চেঙ্গি ইউনিয়নের রত্নসেন কার্বারি পাড়ায় সেনা সদস্যরা এক ব্যক্তিকে শারীরিক নির্যাতন ও ইউপিডিএফ সদস্যসহ তিন জনের বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতনের শিকার ব্যক্তির নাম চিজি চাকমা, পিতা-মৃত কৃষ্ণ রাম চাকমা গ্রাম করল্যাছড়ি, বুদ্ধরাম পাড়া।
এছাড়া সেনারা ইউপিডিএফ সদস্য সুর মঙ্গল চাকমার বাড়িসহ আরো দুই জনের বাড়িতে তল্লাশি চালায়। সুর মঙ্গল চাকমার বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা বাড়ি থেকে লেপ, তোশক, কম্বল, গ্যাস সিলিন্ডার, বই ও তেলপাড়সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় বলে জানান স্থানীয়রা।
তল্লাশিকালে সেনারা স্থানীয় সাবেক এক জনপ্রতিনিধির উপস্থিতিতে সুর মঙ্গল চাকমার স্ত্রীকে নানা হুমকিমূলক কথাবার্তা বলে ও তার সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়াও উক্ত গ্রামের আরও দুই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানোর খবর পাওয়া গেলেও তাদের নাম এখনো জানা যায়নি।
উল্লেখ্য, গত সোমবার (২৫ আগস্ট) থেকে একদল সেনা সদস্য রত্নসেন কার্বারি পাড়ায় অবস্থান করছে। এছাড়াও আরো কয়েকটি স্থানে অবস্থান করে সেনারা গত ২৫ আগস্ট থেকে পানছড়িতে অভিযান চালাচ্ছে।
টানা সেনা অভিযানের কারণে এলাকার জনগণ চরম আতঙ্কের মধ্যে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।