পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক ২ জনকে আটক, পরে একজনকে মুক্তি
পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক দুই জনকে আটকের খবর পাওয়া গেছে। অবশ্য পরে পানছড়ি সাবজোনে নিয়ে গিয়ে হয়রানির পর একজনকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
আজ শুক্রবার (২৮ এপ্রিল ২০২৩) ভোররাতের সময় এ আটকের ঘটনা ঘটে।
ভূক্তভোগীরা হলেন- আলীচান কার্বারী পাড়ার বাসিন্দা মিন্টু চাকমা (৩৭), পিতা- মৃত. আলীচান চাকমা (কার্বারী), ও নয়ন্টু চাকমা (২৪), পিতা- গুণদ্বীপ চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোররাত ৩টার সময়ে পানছড়ি সদর সাব জোন থেকে দু’টি গাড়িযোগে সেনাবাহিনীর একদল সদস্য দুইজন নব্যমুখোশ দুর্বৃত্তকে সাথে নিয়ে পানছড়ি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলীচান কার্বারী পাড়ায় হানা দেয়। এ সময় সেনা সদস্য ও নব্যমুখোশ দুর্বৃত্তরা প্রথমে মিন্টু চাকমার বাড়ি ঘেরাও করে তাকে হয়রানিমূলক নানা জিজ্ঞাসাবাদ করে। এরপর তারা নয়ন্টু চাকমার বাড়িতে হানা দেয়। পরে মিন্টু ও নয়ন্টু চাকমাকে পানছড়ি সাবজোনে নিয়ে যায়।
ক্যাম্পে নেয়ার পর নানা হয়রানি শেষে মিন্টু চাকমাকে ছেড়ে দেওয়া হলেও নয়ন্টু চাকমাকে অস্ত্র গুজে দিয়ে থানায় হস্তান্তরের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন