প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
পানছড়ির পুজগাঙে ইউপিডিএফ’র পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পানছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাঙ এলাকায় ইউপিডিএফের উদ্যোগে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিষ্ঠার ২৩তম বার্ষিকী উপলক্ষে ইউপিডিএফের স্থানীয় ইউনিট এই কর্মসূচি বাস্তবায়ন করে।
আজ শনিবার (২৫ ডিসেম্বর ২০২১) সকাল সাড়ে ৮টায় সংক্ষিপ্ত সমাবেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন ইউপিডিএফ সংগঠক নিকোলাস চাকমা। এতে উৎসাহিত হয়ে এলাকার ছাত্র-যুবকসহ সকল স্তরের মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দু’টি টিমে ভাগ হয়ে মুনিপুর ও তিপরা বিল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
মুনিপুর তারাবন এলাকায় পরিস্কার অভিযানে নেতৃত্ব দেন ইউপিডিএফের নিকোলাস চাকমা, জর্জেন চাকমা ও গনতান্ত্রিক যুব ফোরামের নেতা পিংকু চাকমা। অপরদিকে তিপরা বিল এলাকায় নেতৃত্ব দেন রাকেশ চাকমা।

কর্মসূচিতে পার্টি কর্মি পরিবার ও হিতকামিরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। তারা এমন কর্মসূচি অব্যাহত রাখতে পার্টির প্রতি আহ্বান জানান।
এ সময় পার্টির পক্ষ থেকে স্থানীয় দোকানদার ও জনগণেন প্রতি ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলে না দিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলতে অনুরোধ জানানো হয়। দোকানদাররা এই অনুরোধের প্রতি একমত পোষণ করেন এবং প্রত্যেক দোকানে ময়লার ঝুড়ি রাখার পক্ষে মতামত দেন।
পরে এলাকাবাসীকে ধন্যবাদ ও প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা জানিয়ে মুনিপুর হয়ে গির্জায় এসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানটি সমাপ্ত করা হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন