পানছড়ির মরাটিলায় আবারো ৪ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, ৭ হাজার টাকা লুটের অভিযোগ!

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নে মরাটিলা কাটারাই পাড়ায় আবারও সেনাবাহিনী ৪ গ্রামবাসীর বাড়িতে তল্লাশি ও ৭ হাজার টাকা লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) ভোররাত ২টার সময় পানছড়ি সাবজোন থেকে ৪টি গাড়িযোগে ৫০ থেকে ৫৫ জনের একদল সেনা সদস্য কাটারাই পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা অন্তত ৪ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়।
তল্লাশিকালে সেনারা “বন্দুক কোথায় আছে, বের করে দাও, ইউপিডিএফ সদস্য শান্ত ত্রিপুরা কোথায় আছে, কোথায় থাকে” ইত্যাদি জিজ্ঞাসা করে বলে ভুক্তভোগীরা জানান।
তল্লাশির শিকার গ্রামবাসীরা হলেন- ১. পলাশ ত্রিপুরা (৫৫), পিতা- ইন্দ্র ভুষন ত্রিপুরা, ২. পেতুচা ত্রিপুরা (৫০), পিতা-কান্তমনি ত্রিপুরা, ৩. হেমরঞ্জন ত্রিপুরা (৪৫), পিতা- রমনি ত্রিপুরা, ৪.পলেশ ত্রিপুরা (২৭), পিতা-মশর চিকন ত্রিপুরা।
এদের মধ্যে পলাশ ত্রিপুরার বাড়ি থেকে সেনারা নগদ ৭ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ভোরে মরাটিলা দোকানের আশেপাশে সেনারা ৪ গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল।
এদিকে, আজ সকাল ৭টার সময় পানছড়ি সাবজোন থেকে প্রথমে ৭টি গাড়ি যোগে ৭০-৮০ জন সেনা সদস্য তারাবন ভবনাকেন্দ্র ও জগপাড়ায় এসে অবস্থান নেয়। এর ঘন্টা খানিক পর আরো ৫টি গাড়িযোগে ৫০/৫৫ জন সেনা সদস্য চেঙ্গী ইউনিয়নের মাতুলী পাড়ায় গিয়ে অবস্থান করার খবর পাওয়া গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।