পানছড়ির মরাটিলায় দেব রঞ্জন ত্রিপুরার ৭ শতাধিক কলাগাছ কেটে দিয়েছে সেটলাররা

পানছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলায় সেটলার বাঙালিরা পদ্মিনী পাড়ার বাসিন্দা দেব রঞ্জন ত্রিপুরার সৃজিত কলা বাগানের ৭ শতাধিক কলাগাছ কেটে ও উপড়ে দিয়েছে।
গতকাল সোমবার (৪ অক্টোবর ২০২১) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল সকাল আনুমানিক ১০টার সময় সেটলার মো. আনোয়ার ও মো. আব্দুল মোতালেব গংরা দলবল নিয়ে দেব রঞ্জন ত্রিপুরার রোপন করা অন্তত ৭ শতাধিক কলাগাছ কেটে ও উপড়ে ফেলে সাবাড় করে দেয়।
উল্লেখ্য, সেটলাররা গত বছর (২০২০) থেকে দেব রঞ্জন ত্রিপুরার ৫ একর পরিমাণ জায়গা বেদখলের চেষ্টা চালিয়ে আসছে। মো. আনোয়ার ও মো. মোতালেব গংরা গত বছর জুন মাসে দেব রঞ্জন ত্রিপুরার সৃজিত সেগুন গাছ কেটে দেয় ও জুলাই মাসে বিজিবি’র সহযোগিতায় তার রোপনকৃত কলাগাছ কেটে দিয়েছিল।
সে সময় এর প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করেছিলেন। পরে স্থানীয় মুরুব্বী ও প্রশাসনের পরামর্শে সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে দেব রঞ্জন ত্রিপুরা পার্বত্য ভূমি কমিশন বরাবরে লিখিত আবেদন করলেও কোন সুবিচার পাননি।
এরপর তিনি আবারো উক্ত জায়গায় কলার চারা করেছিলেন। সেগুলোও গতকাল সেটলাররা কেটে ও উপড়ে দিয়ে ধ্বংস করে দিয়েছে।
এখানে উল্লেখ্য যে, গত দুমাস আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে দেব রঞ্জন ত্রিপুরার মারা যান। ফলে সেটলাররা তার জায়গাটি বেদখলে আবারো তৎপর হয়ে উঠেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
এলাকাবাসী দেব রঞ্জন ত্রিপুরার জায়গাটি বেদখলের চেষ্টাকারী মো. আনোয়ার ও আব্দুল মোতালেব গংদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন