পানছড়ির মরাটিলায় ৪ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলায় সেনাবাহিনী ৪ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) ভোরে এ তল্লাশির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে ৪টার সময় পানছড়ি সাবজোন থেকে ৪টি গাড়িযোগে ৫০ থেকে ৫৫ জনের একটি সেনাদল মরাটিলা দোকানে হানা দেয়। পরে সেনারা দোকানের আশে-পাশে ৪টি বাড়িতে তল্লাশি চালায়।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন-১. তপন ত্রিপুরা(৪২), পিতা-রবীন্দ্র ত্রিপুরা, ২. চুসেন ত্রিপুরা(২৫), পিতা- মৃত চন্দিদাস ত্রিপুরা, ৩. বানু ত্রিপুরা (বিধবা, বয়স: ৪০) ও ৪. খলেন ত্রিপুরা(২২), পিতা- অনন্ত ত্রিপুরা।
তল্লাশির পর অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা পানছড়ি বাজারের দিকে চলে যায় বলে জানা গেছে।
পার্বত্য চট্টগ্রামে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে সেনারা বিভিন্ন এলাকায় অপারেশন, তল্লাশি ও জিজ্ঞাসাবাদের নামে লোকজনকে মনস্তাত্ত্বিক নির্যাতন চালাচ্ছে বলে অনেকের ধারণা।
উল্লেখ্য, গতকাল (১৩ সেপ্টেম্বর) সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের নিরাপত্তা দিতে পানছড়ির লোগাং ইউনিয়নের বাবুড়া পাড়া, হারুবিল, বড়কলক এলাকায় টহল দেয়। এতে সেখানকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।