পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ সদস্য’র বাড়ি তল্লাশি
পানছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ি জেলার পানছড়িতে ইউপিডিএফ’র এক সদস্য’র বাড়িতে বেআইনিভাবে তল্লাশি চালিয়েছে সেনাবিাহিনী।
আজ সোমবার (০৮ মার্চ ২০২১) বিকাল ৩টার দিকে ৪নং লতিবান ইউপি’র ৪ নং ওয়ার্ডের শুকনাছড়ি এলাকায় ইউপিডিএফ সদস্য জয়েস চাকমা ওরফে রূপায়ন (৩১) এর বাড়িতে পানছড়ি সাব-জোনের সেনা সদস্যরা এ তল্লাশি চালায়।
জানা যায়, পানছড়ি সাব-জোন থেকে ৬ পিকাপ সেনা সদস্য শুকনাছড়ি এলাকায় হানা দেয়। এ সময় সেনারা পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে তালাবদ্ধ বাড়ির বেড়া কেটে ঢুকে তল্লাশি চালায় এবং আসবাবপত্রসহ বাড়ির সকল জিনিসপত্র তছনছ করে দেয়। সেনারা বাড়ির আলমারিতে রাখা জয়েস চাকমা’র জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন সনদ এবং তার মেয়ে বৃষ্টি চাকমার (৬) জন্ম নিবন্ধন সনদ নিয়ে যায় বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।