পার্বত্য চট্টগ্রামে পাক আগ্রাসনের ৭৪ বছর উপলক্ষে সাজেকে আলোচনা সভা

সাজেক প্রতিনিধি ।। “তথাকথিত দেশ ভাগের বলী পাহাড়িদের প্রকৃত ঘটনা জানতে দিন” এই শ্লোগানে এবং “নব্য পাক হানাদারদের দৌরাত্ম্য রোধে ছাত্র জনতা এক হোন, লড়াই সংগ্রাম জোরদার করুন” এই আহ্বানে রাঙামটির সাজেকে পার্বত্য চট্টগ্রামে পাক আগ্রাসনের ৭৪ বছর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ আগস্ট ২০২১, শুক্রবার গণতান্ত্রিক যুব ফোরামের ব্যানারে এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিউটন চাকমা। হিল উইমেন্স ফেডারেশনর বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিনা চাকমার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ইউপিডিএফ’র বাঘাইছড়ি উপজেলা সমন্বয়ক অক্ষয় চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি কালো বরণ চাকমা।
সভায় এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন ২০ আগস্ট দিনটি জু্ম্মদের জন্য একটি কালো দিন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা যদি পার্বত্য চট্টগ্রামের স্বাধীন মর্যাদা রক্ষা করতো তাহলে পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের আগ্রাসনের কবলে পড়তে হতো না। কিন্তু ব্রিটিশরা সুচতুরভাবে পার্বত্য চট্টগ্রামকে মুসলিম অধ্যুষিত পাকিস্তানের হাতে তুলে দিয়ে পার্বত্য চট্টগ্রামবাসীর সাথে চরম প্রতারণা করেছে।
বক্তারা আরো বলেন, ব্রিটিশের পর পাকিস্তান এরপর পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা লাভ করলেও পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রের শেষ নেই। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়িদের বিতাড়নের নানা অপকৌশল প্রয়োগ করছে। বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে এর মাত্রা আরো
বক্তার অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে নতুন প্রজন্মকে আন্দোলনে সামিল হতে হবে। অধিকার আদায় না হওয়া পযন্ত আমাদের লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।