পার্বত্য চুক্তি স্বাক্ষরের দিবসকে সামনে রেখে কাউখালীতে পোস্টারিং ও ফেস্টুন

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস) ও আওয়ামী লীগ সরকারের সাথে সম্পাদিত “পার্বত্য চট্টগ্রাম চুক্তি” স্বাক্ষরের দিবসকে সামনে রেখে রাঙামাটির কাউখালীতে পোস্টারিং ও ফেস্টুন টাঙানো হয়েছে।
আজ মঙ্গলবার (১ ডিসেম্বর ২০২৫) বিকালে ও সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ও ফটিকছড়ি ইউনিয়নের বেতবুনিয়া বাজার, মহাজনপাড়া, চৌধুরীপাড়া, বালুখালীপাড়া, কালাকাজি পাড়া, ধূপছড়ি বাজার, ডাবুয়া বাজার এবং রাউজানের বৃন্দাবন বাজারে ইউপিডিএফ ও গণফ্রন্টের সহযোদ্ধারা পোস্টারিং করেন ও ফেস্টুন টাঙান।
এছাড়া কলমপতি ইউনিয়নের বড় আমছড়ি পাড়া, ১ নং হাতি মারা, ২ নং হাতি মারা এবং বড় পাড়ায়ও একই বিষয়ে পোস্টারিং করা হয়েছে।

পোস্টার ও ফেস্টুনে লেখা রয়েছে- “মৃত চুক্তির আশা ছেড়ে দাও, আন্দোলনে নামো, পার্বত্য চুক্তি একটা মুলা, পেছনে দৌঁড়িও না, আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ কর, পার্বত্য চুক্তি কাগুজে দলিল ছাড়া কিছুই নয়, পাহাড়ি বিনাশের ফন্দি ‘পার্বত্য চুক্তি’, CHT Accord is a Dead letter, No full autonomy, No Rest” ইত্যাদি।








সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
