পিসিপি’র কেন্দ্রীয় সদস্য রিপন আলো চাকমার দাহক্রিয়া সম্পন্ন

0

নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৫ মার্চ ২০২৫

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙামাটি জেলার সাবেক সভাপতি প্রয়াত রিপন আলো চাকমার দাহক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

আজ বুধবার (৫ মার্চ ২০২৫) বেলা ২টায় নান্যাচর উপজেলার বাগছড়ি মুখ দেওয়ান পাড়ায় তাঁর নিজ বাড়িতে পারিবারিকভাবে ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী দাহক্রিয়া অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে ইউপিডিএফ, পিসিপি, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা শাখার নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

রিপন আলো চাকমা গত মঙ্গলবার (৪ মার্চ) সকাল আনুমানিক ১০টার সময় তার নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অজ্ঞান অবস্থায় তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রয়াত রিপন আলো চাকমা নান্যাচর উপজেলার ১নং সাবেক্ষং ইউনিয়নের ১নং ওয়ার্ড বাগছড়ি মুখ দেওয়ান পাড়া গ্রামের মৃত: হরিহর চাকমা ও আনন্দ বালা চাকমার ৮ম সন্তান। তিনি পাহাড়ি ছাত্র পরিষদের একজন একনিষ্ট সংগঠক এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ও পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধির কাজে সর্বদায় নিয়োজিত ছিলেন।

দাহক্রিয়া অনুষ্ঠান শুরুতে পিসিপি’র কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক নিকন চাকমার উপস্থিতিতে ইউপিডিএফ সংগঠক ভূমিবল চাকমাসহ নান্যাচর উপজেলার পিসিপি, এইচডব্লিউএফ, ডিওয়াইএফ’র পক্ষ থেকে যৌথভাবে প্রয়াত রিপন আলোর চাকমা’র মরদেহের কফিনে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

পরে পিসিপি নেতা নিকন চাকমা প্রয়াত রিপন আলো চাকমার সাথে সংগঠনে কাটানোর সংগ্রামী দিনগুলো স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, সহযোদ্ধা রিপন আলো চাকমার সাথে পিসিপি’তে আমরা একসাথে কাজ করেছি। দীর্ঘসময় একসাথে একই কাতারে সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলাম। তিনি ব্যক্তি হিসেবে অমায়িক ও ভদ্র ছিলেন। সংগঠনের সাংগঠনিক দায়িত্ব পালনকালে তিনি দুইবার কারাবরণ করেন। তাঁর আপোষহীন নেতৃত্ব, তাঁর হাতে গড়া সহযোদ্ধারা আজ জেলা উপজেলায় প্রত্যেক লড়াই সংগ্রামে কাজ করে যাচ্ছে। তিনি ব্যক্তিগত-পারিবারিক স্বার্থকে বিসর্জন দিয়ে পাহাড়ে নিপীড়িত মানুষের বাঁচার সনদ পূর্ণস্বায়ত্বশাসন প্রতিষ্ঠা করতে আপোষহীনভাবে লড়াইয়ে যুক্ত হয়েছিলেন। তিনি চলমান পুঁজিবাদী চিন্তার বাইরে গিয়ে জাতির সামগ্রিক স্বার্থে কাজ করেছেন। আজ সহযোদ্ধা রিপন আলো আমাদের মাঝে নেই। তার এই অকাল প্রয়ানে আমরা পুরো সংগঠনসহ শোকাহত।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More