ফটিকছড়ির ভূজপুরে অপহৃত সাজু ত্রিপুরাকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা

ভুক্তভোগী সাজু কুমার ত্রিপুরা (১৭)
অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরের নলুয়াপাড়া এলাকা থেকে অপহৃত সাজু কুমার ত্রিপুরাকে(১৭) ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। অপহরণের ৪৫ ঘণ্টা পর সোমবার (১১ আগস্ট) বিকেলে চোখ বাঁধা অবস্থায় একটি প্রাইভেটকারে করে এনে তাকে ফটিকছড়ি বাসস্ট্যান্ডে ফেলে রেখে যায় বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার (৯ আগস্ট) রাতে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি নলুয়াপাড়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সাজু ওই এলাকার ৬ নম্বর ওয়ার্ডে একটি মুদি দোকান পরিচালনা করতেন। সেদিন রাতে পুলিশের পোশাক পরিহিত তিন অজ্ঞাত যুবক দোকান খুলতে বলেন। পরে তাদের মধ্যে একজন সাজুকে বাইরে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক একটি সাদা রঙের প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।
পরে কোন খোঁজ না পেয়ে সাজুর পিতা ভূজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ বিভিন্ন সূত্র ও প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার অভিযান চালায়।
এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক জনান, অপহরণের পর থেকেই আমরা বিভিন্ন সোর্স ও প্রযুক্তির মাধ্যমে উদ্ধার অভিযান চালাচ্ছিলাম। অবশেষে সোমবার বিকেলে ফটিকছড়ি বিবিরহাট বাসস্ট্যান্ডে চোখ বাঁধা অবস্থায় সাজুকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে রেখে যায় অপহরণকারীরা। অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না।
উদ্ধার হওয়া সাজু কুমার সাংবাদিকদের বলেন, ‘আমাকে ৭-৮ জন লোক চোখ ও হাত-পা বেঁধে একটি ঘরে ঝুলিয়ে রেখেছিল। দুই দিন কিছু খেতে দেয়নি। পানি চাইলে খাল থেকে পানি এনে দেয়, বাধ্য হয়ে সেই নোংরা পানি পান করেছি। সোমবার বিকেলে চোখ বাঁধা অবস্থায় একটি প্রাইভেটকারে করে এনে ফটিকছড়ি বাসস্ট্যান্ডে ফেলে রেখে যায়।’
সূত্র: অনলাইন
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।