বরকলে ৭ পাংখোয়াকে আটক করেছে বিজিবি

রাঙামাটি প্রতিনিধি ।। রাঙামাটির বরকল উপজেলার বড় হরিণা এলাকা থেকে ৭ জন পাংখোয়াকে আটক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বুধবার (৬ অক্টোবর) ও বৃহস্পতিবার (৭ অক্টোবর) তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ১. হওয়াং পুইয়া পাংখোয়া (৩৮), পিতা- বানতির পাংখোয়া, গ্রাম-চাইচাল পাড়া, আইমা ছড়া ইউপি, ২. থান জৌয়াল পাংখোয়া (১৭), পিতা- থানময় পাংখোয়া, গ্রাম- জৌতুই পাড়া, গ্রাম- বামে হালাম্বা, বরকল ইউপি, ৩.আদি পাংখোয়া (২৫), পিতা-সাংচাল পাংখোয়া, গ্রাম- বামে হালাম্বা, বরকল ইউপি, ৪. লাললম পাংখোয়া (২৫), পিতা-সুমাহার পাংখোয়া, গ্রাম- জৌতুই পাড়া, বামে হালাম্বা, বরকল ইউপি, ৫.এলবিট পাংখোয় (২০), পিতা-লালচুই পাংখোয়া, গ্রাম-জৌতুই পাড়া, বামে হালাম্বা, বরকল ইউপি, ৬. জৌরাম পাংখোয়া (২৩), পিতা-জৌয়া পাংখোয়া, গ্রাম-জৌতুই পাড়া, বামে হালাম্বা, বরকল ইউপি ও লিয়ান্না পাংখোয়া (৫১), পিতা-থাংসালেই পাংখোয়া, গ্রাম-জৌতুই পাড়া, বামে হালাম্বা, বরকল ইউপি।
জানা যায়, গত বুধবার বড় হরিণা এলাকা থেকে হওয়াংপুইয়া পাংখোয়া, থানজৌয়াল পাংখোয়া, আদি পাংকুয়া, লাললম পাংখোয়া ও এলবিট পাংখোয়াকে আটক করে বিজিবি সদস্যরা। বড়হরিণা বিজিবি ক্যাম্পের সামনে কর্ণফূলী নদীর পাড়ে বিজিবি ও বরকল থানা পুলিশের যৌথ চেকপোষ্টে তল্লাশি চালিয়ে `অস্ত্র-গুলি, মাদক’সহ তাদেরকে আটক করা হয় বলে পুলিশ জানায়।
এরপর বৃহস্পতিবার বিজিবির বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি), রাজানগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) ও রাঙামাটি সেনা জোনের একটি যৌথ দল হালাম্বা এলাকা থেকে জৌরাম পাংখোয়া ও লিয়ান্না পাংখোয়াকে আটক করা হয়। তাদের কাছ থেকেও ৪টি অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
তবে আটককৃতদের কাছ থেকে সত্যিকার অর্থে অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে, নাকি তাদেরকে ফাঁসানো হয়েছে তা যাচাই করা সম্ভব হয়নি।
অনেকের মতে, ইদানিং পার্বত্য চট্টগ্রামে ‘অস্ত্র উদ্ধার’ নাটক সাজিয়ে যেভাবে সাধারণ মানুষ নিপীড়ন ও হয়রানির শিকার হচ্ছেন তাতে এই আটকের ঘটনাটিও যে সেধরনের হবে না তা বলা যায় না।
আটক উক্ত ৭ জনকে বরকল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক রাখার অপরাধে পৃথক দুটি মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন বরকল সার্কেলের দায়িত্বে থাকা এএসপি মো. আব্দুল আউয়াল চৌধুরী।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন