বর্মাছড়িতে বিহারের জমিতে সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে রামগড়ে পোস্টারিং

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়িতে আর্য কল্যাণ বনবিহার ও স্থানীয় জনগণের জমি দখল করে অবৈধভাবে সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে রামগড়ে ব্যাপক পোস্টারিং করা হয়েছে।
আজ রবিবার (২৬ অক্টোবর ২০২৫) রামগড় উপজেলার অন্তুপাড়া, বনবিহার, পিলাক ঘাট, জিরো পয়েন্ট, লাচারী পাড়, হাচুক পাড়া, বড়বেলছড়ি, তৈচাকমা পাড়া, যৌথখামার স্কুল, সোনাইআগা, মরাকইল্যা, চাকমা পাড়া, ছদুর খীল, নতুন বাজার, কালাপানি ও গুজা পাড়াসহ বিভিন্ন স্থানে এই পোস্টারিং করা হয়।

বিভিন্ন স্থানে সাঁটানো পোস্টাগুলোতে শ্লোগান হিসেবে লেখা ছিল- “বর্মাছড়িতে বিহারের জমিতে সেনা ক্যাম্প মানি না; বর্মাছড়িতে বনবিহার ধ্বংসের ষড়যন্ত্র রুখো; সন্ত্রাস দমন’ নয়, বিহার ধ্বংস করতে সেনা ক্যাম্প; চলো, চলো, বিহার রক্ষা করতে বর্মাছড়ি চলো; সেনাবাহিনী: বর্মাছড়ি বিহার ছেড়ে চলে যাও; বর্মাছড়িতে সেনা ক্যাম্প বুদ্ধ ধর্মের ওপর আঘাত; বুদ্ধ ধর্ম রক্ষা করতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়” ইত্যাদি।
পোস্টাংয়ে অংশগ্রহণকারীরা বলেন, বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের জমি দখল করে সেনা ক্যাম্প স্থাপন ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। তারা অবিলম্বে ক্যাম্প স্থাপনের কার্যক্রম বন্ধ ও দখলকৃত জমি ফেরত দেওয়ার দাবি জানান।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
