বর্মাছড়িতে যুব সমাজের মাঝে ইউপিডিএফের ক্রীড়া সামগ্রী বিতরণ

বর্মাছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়িতে বিভিন্ন ইউনিয়নভূক্ত ৮টি গ্রামের যুব সমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে ইউপিডিএফ বর্মাছড়ি ইউনিট।
আজ শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টার সময় বর্মাছড়ি ইউনিয়ন, ফটিকছড়ি ইউনিয়ন ও খিরাম ইউনিয়নের অন্তর্ভু্ক্ত বর্মাছড়ি মুখ পাড়া, বৈদ্য পাড়া, উপর ডলু পাড়া, নিচ ডলু পাড়া, ফিত্তি পাড়া, মানেকছড়ি পাড়া, রিজার্ভ পাড়া, বড়ইতুলী পাড়াসহ মোট ৮টি গ্রামের যুব সমাজের মাঝে ভলিবল (নেটসহ), ব্যাডমিন্টন ও ফুটবল বিতরণ করা হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ইউপিডিএফের সিনিয়র সংগঠক জিরান চাকমা ও বর্মাছড়ি ইউনিটের সংগঠক সুনীল চাকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন খিরাম ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার পূর্ণ মাঝি চাকমা, ফটিকছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার শ্যামল চাকমা, ফিত্তি পাড়া ও ডলু পাড়ার বিশিষ্ট মুরুব্বীগণ।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জিরান চাকমা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সুষ্ঠু, সুন্দর সমাজ বির্নিমাণের জন্য যুব সমাজকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। যুব সমাজ সৃশৃঙ্খল, সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে সামাজিক অবক্ষয় ও অসঙ্গতি দূর করা যায়। তাই আমাদের যুব সমাজকে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয় থেকে মুক্ত থাকতে হবে। আর এজন্য খেলাধুলার চর্চা করতে হবে।
বর্তমান পরিস্থিতিতে যুব সমজের করণীয় সম্পর্কে তিনি বলেন, বর্মাছড়িসহ বিভিন্ন এলাকায় সেনা অপারেশনের নামে নিরীহ পাহাড়ি জনগণের ঘরবাড়ি তল্লাশি, হয়রানিসহ নিপীড়ন-নির্যাতন চালানো হচ্ছে। তাই যুব সমাজকে আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না। অন্যায়-অবিচারের বিরুদ্ধে ও জাতির অস্তিত্ব রক্ষার জন্য লড়াই-সংগ্রামে অংশগ্রহণ করতে হবে।

তিনি বলেন, বর্মাছড়ি আর্যকল্যাণ বনবিহারের জায়গায় সেনা ক্যাম্প স্থাপনের বিরুদ্ধে যেভাবে যুব সমাজসহ এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ-প্রতিরোধে সামিল হয়েছিলেন, আগামীতেও সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
পরে উপস্থিত যুব সমাজের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
