বাঘাইছড়িতে আটক দুই ইউপিডিএফ সদস্যের মুক্তির দাবিতে দীঘিনালায় বিক্ষোভ

দীঘিনালা প্রতিনিধি ।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকা থেকে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফের দুই সদস্যকে অন্যায়ভাবে গ্রেফতারে প্রতিবাদে ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়ির দীঘিনালা বিক্ষোভ সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রটিক ফ্রন্ট, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।
আজ শনিবার (১৪ আগস্ট ২০২১) দীঘিনালা সদর এলাকায় এই বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা শাখার সভাপতি রিটন চাকমা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপিডিএফ’র দীঘিনালা উপজেলা সংগঠক দীপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনে উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিনা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা শাখার সদস্য সুদীপ চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা করোনাকালেও পার্বত্য চট্টগ্রামে দমন-পীড়ন, অব্যাহত ধরপাকড় ও হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে অন্যায়-অবিচার যেন এক নিয়মে পরিণত হয়েছে। রাষ্ট্রের নিয়োজিত বাহিনীগুলো নিজেদের প্রমোশন লাভের জন্য যা ইচ্ছে তাই করছে। রাত-বিরাতে ঘরবাড়ি তল্লাশি, ঘেরাও, অস্ত্র কিংবা অবৈধ কোন কিছু গুজে দিয়ে আটক যেন নিত্য দিনের ঘটনা পরিণত হয়েছে। যার ফলে সাধারণ জনগণ পর্যন্ত এখন আর নিরাপদে নিজ বাড়িতে ঘুমাতে পারে না।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক আটক ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দেয়ার জোর দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।