বাঘাইছড়িতে দুই গ্রামবাসীর বাড়িতে সেনা তল্লাশির অভিযোগ

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিদাগীছড়া আমতলা এলাকায় দুই গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর সদস্যরা হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) দুপুরে এ তল্লাশির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১:০০টার সময় দুইটিলা সেনা ক্যাম্পের কমাণ্ডার মো. আউয়াল-এর নেতৃত্বে একটি পিকআপে করে সেনাবাহিনীর একদল সদস্য আমতলা এলাকায় যায়। এ সময় সেনা সদস্যদের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল।
পরে সেনা সদস্যরা সেখানে দুই গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালায়।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- জসাময় চাকমা (৪৫), পিতা- চিত্ত রঞ্জন চাকমা ও রিকাশ চাকমা, পিতা বিজয় চাকমা।
সেনাদের এমন তল্লাশির ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
ভুক্তভোগীদের মধ্যে একজন জসাময় চাকমা বলেন, ‘সেনারা তার বাড়িতে গিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করার কথা বললে তিনি তাদেরকে প্রবেশ করতে বলেন। এরপর সেনারা বাড়িতে ঢুকে তল্লাশি চালায়’। তবে সেনারা তার বাড়ি থেকে অবৈধ কোন কিছু পায়নি বলে তিনি জানান।
এদিকে স্থানীয় এক মুরুব্বী সাধারণ গ্রামবাসীদের ঘরবাড়িতে এ ধরনের হয়রানিমূলক তল্লাশির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অহেতুক জনগণকে হয়রানি না করতে সংশিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।