বাঘাইছড়িতে বঙ্গলতলী মৌজার হেডম্যান বিশ্ব জ্যোতি চাকমার বাড়িতে সেনা তল্লাশির অভিযোগ

বাঘাইছড়ি প্রতিনিধি ।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৭৫ নং বঙ্গলতলী মৌজার হেডম্যান বিশ্ব জ্যোতি চাকমার বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ বুধবার (২২ ডিসেম্বর ২০২১) সকাল ১০টায় করেঙাতলী সেনাক্যাম্প থেকে ১০/১২ জনের একটি সেনা দল বঙ্গলতলী গ্রামে গিয়ে হেডম্যান বিশ্ব জ্যোতি চাকমার বাড়ি ঘেরাও করে। এরপর সেনারা বিনা অনুমতিতে বাড়ির ভিতর প্রবেশ করে তল্লাশি চালায়। পরে সেনারা ক্যাম্পে ফিরে যায়।
তবে কী কারণে এ তল্লাশি চালানো হয়েছে তা জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন