বাঘাইছড়িতে যাত্রীবাহী লঞ্চে পাহাড়িদের উপর হামলার নিন্দা জানিয়েছে ইউপিডিএফ
সিএইচটি নিউজ ডটকম
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সীমান্তবর্তী ছোট মাল্যার ডিপোর মুখ এলাকায় যাত্রীবাহী লঞ্চে সেটলারদের হামলায় ৩ নারীসহ ৫ জন পাহাড়ি আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে হামলাকারীদের কাউকে আটক করতে না পারায় বিস্ময় প্রকাশ করে বলা হয়, এ যাবত পাহাড়িদের উপর হামলাকারী সেটলারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ না করায় তারা বারবার এ ধরনের সাম্প্রদায়িক হামলা চালাতে উৎসাহিত হচ্ছে।
বিবৃতিতে অবিলম্বে হামলাকারী সেটলারদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়।
* বাঘাইছড়িতে যাত্রীবাহী লঞ্চে সেটলারদের হামলা, নারীসহ ৫জন পাহাড়ি আহত
————————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।