বাঘাইছড়িতে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী

0

নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
রাঙামাটির বাঘাইছড়িতে বঙ্গলতলী ইউনিয়নের তদেকমারা কিজিং(দুই টিলা)-এর অজলচুগ বনবিহার এলাকায় বুদ্ধমূর্তি নির্মাণ ও স্থাপন কাজে বাধা সৃষ্টি করতে সেনাবাহিনী বাঘাইছড়ি উপজেলার সাজেক-গঙ্গারাম রাস্তা সহ বিভিন্ন রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এসব রাস্তায় গাড়ি চলাচলে বাধা দেয়া হচ্ছে। এর ফলে এলাকার জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।  এ এলাকায় গতকাল বুধবার প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।

বর্তমানে অজলচুগ বনবিহার এলাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপক সংখ্যক সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More