বাঘাইছড়িতে শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
রাঙামাটির বাঘাইছড়িতে শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার বেলা ২টায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) বাঘাইছড়ি উপজেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে।
‘নতুন সংবিধান’ চাই, সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি দাও, পার্বত্য চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গোয়েন্দা নজরদারি মুক্ত করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কর’ শ্লোগানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিসিপি’র বাঘাইছড়ি উপজেলা সভাপতি পলেন চাকমা।
পিসিপি’র বাঘাইছড়ি উপজেলা সহসভাপতি উতল চাকমার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশেনর বাঘাইছড়ি উপজেলা সহসাধারণ সম্পাদক অপর্না চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাামের বাঘাইছড়ি উপজেলা সভাপতি বীর চাকমা ও পিসিপির বাঘাইছড়ি উপজেলা শাখার দপ্তর সম্পাদক রিপেল চাকমা।
সভায় বক্তারা শিক্ষা দিবসের তাৎপর্য এবং পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা ও অন্যায়-অবিচারের বিষয়ে তুলে ধরেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।