বাঘাইহাট জীপ মালিক সমিতি কর্তৃক কলা গাড়ী আটকানোর অভিযোগ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৮ জুন ২০২৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজারে বাঘাইহাট জীপ মালিক সমিতির লোকজন কর্তৃক কলা বহনকারী গাড়ী আটকানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার ৮ জুন ২০২৫) দুপুর ১২টা সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাজেকের মাজলং এলাকার বাসিন্দা তন্টু মনি চাকমা ও অমর কৃষ্ণ চাকমা সাজেক পর্যটনের পানি পরিবহন সমিতির গাড়িতে করে নিজস্ব কলাবাগান থেকে সংগৃহিত কলা বিক্রির জন্য দীঘিনালায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় পথে বাঘাইহাট বাজারে জীপ মালিক সমিতির লোকজন গাড়িটি আটকানোর চেষ্টা করে।
এ বিষয়ে গাড়ির চালক মো. সাদেক বলেন, ‘আজকে মাজলং বাজার থেকে আমার গাড়িতে কলা লোড করি। এরপর গাড়িটি নিয়ে যখন বাঘাইহাট বাজারে পৌঁছি তখন বাঘাইহাট জীপ মালিক সমিতির মো. রায়হান, মো. রহিম, ড্রাইভার জকির ও বাঘাইহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজিম-এর নেতৃত্বে ১০-১২ জন লোক গাড়িটিকে আটকায়। এতে তাদের সাথে আমার কথা কাটাকাটি হয় হলে তারা ক্ষিপ্ত হয়ে ‘চাকমা দালাল’ বলে ঘুচি দেয়। পরে আমি জোর করে গাড়ি টান দিয়ে দীঘিনালা জোড়া ব্রীজে নিয়ে যাই।’
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যাত্রী ও ব্যবসায়ীরা তাদের সুবিধা মত গাড়ী দিয়ে যাতায়াত এবং মালামাল বহন করবে। আমি একজন ড্রাইভার হিসেবে এভাবে আমাকে হয়রানি করা নিন্দনীয়।
তন্টু মনি চাকমা বলেন, দীর্ঘ দিন যাবৎ সাজেকের সাধারণ লোকজন ও ব্যবসায়ীরা বাঘাইহাট জীপ মালিক সমিতির হয়রানিমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ। তারা কোন ক্ষমতা বলে সাধারণ লোকজন ও ব্যবসায়ীদের এমন হয়রানি করছে তা প্রশাসনের দেখা উচিত।
তিনি বলেন, আজকে নিজস্ব বাগানের কলা দীঘিনালা নিতে গেলে বাঘাইহাট বাজারে জীপ মালিক সমিতির লোকেরা গাড়িটি আটকানোর চেষ্টা করে। তাদের ভাষ্য হচ্ছে, সাজেকে কোন মালামাল বহন করতে হলে জীপ মালিক সমিতির গাড়ি দিয়ে বহন করতে হবে। এটা তাদের হয়রানিমূলক আচরণ ছাড়া কিছুই নয়।
অন্যদিকে, সাজেকের কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ চাকমা বাঘাইহাট বাজার থেকে ১টি ট্রাকে কলা লোড করে। কিন্তু জীপ মালিক সমিতির সভাপতি মো. রহিম লোড করা ট্রাকটি বাঘাইহাট বাজার থেকে যেতে না দেওয়ার নির্দেশ দেয়। তারা ব্যবসায়ী বুদ্ধ চাকমাকে বলে যে মাজলং থেকে যে কলা গাড়ীটি দীঘিনালায় চলে গেছে সে গাড়ীটি পূনরায় দীঘিনালায় আনতে না পারলে কলা ট্রাকটি যেতে দেওয়া হবে না। তবে এ নিয়ে যুক্তিতর্কের পর তারা ট্রাকটি ছেড়ে দেয় বলে জানান ব্যবসায়ী বুদ্ধ চাকমা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।