বাঘাইহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনটি এখন সেটলারদের বসতবাড়ি!
বাঘাইছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

২০১০ সালের ১৯-২০ ফেব্রুয়ারী সাজেকের গঙ্গারাম দোরে সেনাবাহিনীর সহযোগিতায় সেটলাররা পাহাড়িদের ভোগদখলীয় জায়গা জোরপূর্বক বেদখল করে বসতি স্থাপন করতে গেলে পাহাড়ি-বাঙালির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেটলাররা পাহাড়িদের চার শতাধিক ঘর পুড়িয়ে ছাই করে দেয়। এ ঘটনায় সেনাবাহিনীর গুলিতে লক্ষ্মী বিজয় চাকমা ও বুদ্ধপুদি চাকমা নিহত হয়। এ ঘটনার পর পার্বত্য চট্টগ্রামসহ দেশে-বিদেশে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভের ফলে প্রশাসন গঙ্গারাম দোর থেকে সেটলারদের সরিয়ে এনে বাঘাইহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য নির্মিত নতুন ভবনে জায়গা করে দেয়। সেই থেকে বর্তমান পর্যন্ত সেটলাররা সেখানে বসতি স্থাপন করে রয়েছে। যার ফলে ভবনটি বিদ্যালয়ের প্রয়োজনে নির্মিত হলেও ছাত্র-ছাত্রীদের পাঠদানে ব্যবহৃত না হয়ে সেটেলারদের বসত বাড়িতে পরিণত হয়েছে। তাদের চিৎকার চেচামিচিতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে।
তাই, বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদানের সুবিধার্থে বিদ্যালয় ভবন থেকে সেটলারদের সরিয়ে নেয়ার জন্য এলাকাবাসী সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।