বান্দরবানে ধর্ষণ ঘটনার সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

বান্দরবান।। তিন পার্বত্য জেলাসহ সারা দেশে সংঘটিত ধর্ষণ ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে বান্দরবানে।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, খুমী সোশাল কাউন্সিল, তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, উইমেন রিসোর্স নেটওয়ার্ক, দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে সংঘটিত ধর্ষণ ঘটনায় সুষ্ঠু বিচার ও এসব ঘটনায় জড়িত অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান।