বান্দরবানে বাক প্রতিবন্ধী এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত ওসমান আটক

বান্দরবান ।।বান্দরবানের রোয়াংছড়িতে বাক বুদ্ধিপ্রতিবন্ধী এক পাহাড়ি কিশোরীকে (১৪) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ মো. ওসমান (৩৪) নামে এক মাহেন্দ্র চালককে আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার (১৩ মে ২০২১) বিকালে রোয়াংছড়ি উপজেলার হানসামা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ধর্ষণের চেষ্টাকারী মো. ওসমান বান্দরবান সদর পৌরসভার ১নং ওয়ার্ডের বালাঘাটা গধার পাড় এলাকার বাসিন্দা আব্দুল হাকিম-এর ছেলে। সে পেশায় একজন মাহেন্দ্র চালক ও বালাঘাটা সুপার স্টার বেকারীর কর্মচারী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪:৩০ টার দিকে ভুক্তভোগী বাক প্রতিবন্ধী কিশোরী বাঘমারা হেডম্যান পাড়ার রাস্তায় হাঁটছিল। এসময় মেয়েটিকে একা পেয়ে মাহেন্দ্র চালক মো. ওসমান মোবাইল ফোন ও টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে ৫ কিলোমিটার দূরের ২নং তারাছা ইউনিয়নের হানসামা পাড়ার পার্শ্ববর্তী এলাকার সেগুন বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় মেয়েটি ভয়ে চিৎকার করলে পাশর্বতী এলাকার লোকজন এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে এবং ধর্ষণের চেষ্টাকারী মো. ওসমানকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এ ঘটনায় বাদী হয়ে ভুক্তভোগীর বাবা রোয়াংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
রোয়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত মো. ওসমানকে আটক করা হয়েছে।। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলায় করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।