বাবুল জানেন না কারা তার ভাতিজা নাঈমকে খুন করেছে

0
মো. বাবুল। ছবি: ভিডিও থেকে নেওয়া

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৩ জুন ২০২৪

গত ১৮ জুন রাঙামাটির সাজেকে ইউনিয়নের বাঘাইহাটে বিক্ষোভরত জনতার ওপর ঠ্যাঙাড়েরা এলোপাতাড়ি গুলি চালালে তাতে গুলিবিদ্ধ হয়ে খুন হন শান্তি পরিবহনের কর্মচারী (চালকের সহকারী) মো. নাঈম।

উক্ত ঘটনার পরদিন (১৯ জুন) তার চাচা মো. বাবুলকে বাদী হিসেবে দেখিয়ে খুনিদের আড়াল করে ইউপিডিএফের ১৫ জন নেতার নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামাদের আসামি করে সাজেক থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়।

মামলায় মো. বাবুলকে বাদী করা হলেও তিনি এ বিষয়ে কোন কিছুই জানেন না। এমনকি তার ভাতিজা মো. নাঈমকে কারা খুন করেছে তাও তিনি জানেন না। তিনি দীঘিনালা থেকে তার ভাতিজার লাশ গ্রহণ করলেও বাঘাইহাট যাননি বলে জানিয়েছেন।

মো. বাবুল এক ভিডিও বার্তায় জানান, দীঘিনালা থেকে তার ভাতিজা মো. নাঈমের লাশ গ্রহণের সময় পুলিশ তার কাছ থেকে সাদা কাগজে সিগনেচার নিয়েছিল। সাদা কাগজে সিগনেচার দেয়ার পরেই তাকে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছিল।   

ভিডিও বার্তায় দেওয়া মো. বাবুলের বক্তব্যটি নীচে দেওয়া হলো:

আমার নাম মো. বাবুল। আমি আড়াইটার সময় খবর পেলাম আমার ভাতিজা মেডিকেলে। একটা লোক সংবাদ দিলো সে মেডিকেলে আছে, আমি যেন তাড়াতাড়ি সেখানে যাই। আমি তাড়াতাড়ি সেখানে চলে যাই।

দীঘিনালা যাওয়ার পরে আমার ভাতিজার লাশ দেইখ্যা আমি জ্ঞানশুন্য হযে পড়ি। পরে আমাকে বসাইয়া … পানি দেওয়ার পর সুস্থ হই।

এরপর আমাকে বলা হয় যে, লাশ নিয়ে যাওয়ার জন্য একটা সিগনেচার করতে হবে, আমি সিগনেচার করি। পরে ‍পুলিশ বলছে লাশ এখন খাগড়াছড়ি পাঠানো যাবে না, কাল সকালে পাঠানো হবে।

সারারাত আমাকে পাহারা দিয়ে রাখা হয়েছে। সকালে একটা সাদা কাগজ ধরিয়ে দিয়ে বলছে এখানে সিগনেচার করেন। এখানে সিগনেচার করে আপনি লাশ নিয়ে যেতে পারবেন। তখন আমি বললাম সাদা কাগজে সিগনেচার করবো কেন? তখন বলা হয় সাদা কাগজে সিগনেচার না করলে নাকি লাশ দেবে না। এরপর আমি সাদা কাগজে সিগনেচার করে লাশটা নিয়ে আসি। পুলিশসহ আমাকে খাগড়াছড়ি পাঠিয়ে দিয়েছে। খাগড়াছড়ি থেকে পোস্ট মর্টেম শেষে আমি লাশটা লক্ষীছড়িতে নিয়ে আসি। আমি বাঘাইহাট যাই নাই, দীঘিনালা থেকে লাশটা নিয়ে এসেছি।

কে মারছে, কারা মারছে আমি জানি না। আমার ভাতিজার লাশ পাইছি আমি চলে এসেছি।

কে দোষী, কে নির্দোষী তা তো আমরা জানি না। তবে সত্যিকার দোষীদের বিচার হোক- এটা আমি চাই।

*মো. বাবুলের ভিডিও বার্তা:



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More