বিচার বহির্ভূত হত্যা, হামলা-হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে গুইমারায় শিক্ষার্থীদের বিক্ষোভ

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
খাগড়াছড়ির গুইমারায় শিক্ষার্থীরা সম্প্রতি দীঘিনালা-খাগড়াছড়ি-রাঙামাটিতে সংঘটিত হামলার ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙ্গামাটিতে সেনা সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ ও শহীদ ধন রঞ্জন চাকমা, জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও অনিক চাকমার হত্যার ঘটনা তদন্তে UN কে অন্তর্ভুক্ত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও দায়ী ব্যক্তিদের শাস্তি।

‘সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’-এর ব্যানারে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১টার সময় গুইমারার রামসু বাজার থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলটি শু গুইমারা বাজার প্রদক্ষিণ শেষে তারা সমাবেশে মিলিত হন।
এতে সরন চাকমার সঞ্চালনায় ও লাব্রেচাই মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন নিতু মারমা, সিংসিং মারমা, মংউ মারমা, অটুল চাকমা ও এপি মারমা।

বক্তারা গত ১৯ ও ২০ সেপ্টেম্বর দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে পাহাড়িদের ওপর সংঘটিত হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের তীব নিন্দা জানান। তারা হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্তের স্বার্থে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করা এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তারা পাহাড় থেকে সেনাশাসন প্রত্যাহারের দাবিও তুলে ধরেন।
মিছিলে সেনাবাহিনী ও পুলিশ বাধা প্রদানের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তবে বাধার মুখেও মিছিল সম্পন্ন করেছেন বলে তারা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।